হোম > বিশ্ব > ইউরোপ

লন্ডনের রাস্তায় গেরিলা কায়দায় বীজের বোমা ফেলছেন এই নারী

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যালেন মাইলস। ছবি: সংগৃহীত

আজকের দিনে বিশ্বের অধিকাংশ মানুষ শহরে বাস করেন—যেখানে প্রকৃতির ছোঁয়া প্রায় বিলুপ্ত। এই বিচ্ছিন্নতা ভাঙতে এগিয়ে এসেছেন লন্ডনের পরিবেশকর্মী অ্যালেন মাইলস। ৩১ বছর বয়সী এই নারী বলেন, ‘একসময় প্রকৃতি ছিল সবার নাগালে, এখন সেটা যেন এক বিলাসিতা।’

শুক্রবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ২০২০ সালে মাইলস শুরু করেছিলেন ‘নেচার ইজ অ্যা হিউম্যান রাইট’ নামে একটি প্রচারণা। এর মাধ্যমে মানুষের নাগালের মধ্যে সবুজ প্রকৃতি নিয়ে আসাকে মানবাধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু সরকারি ধীর প্রক্রিয়ায় হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি নিজেই কাজে নেমে পড়েন। হাতে তুলে নেন বীজ আর কোদাল।

সিএনএন-এর ভাষায় মাইলস হয়ে ওঠেন এক গেরিলা মালি। কার জায়গা, কে দেখছে—এসব বিচার-বিবেচনা না করে একটু ফাঁকা জায়গা পেলেই তিনি বৃক্ষ, ফুলের গাছ, এমনকি সবজির বীজও বপন করে ফেলছেন। করোনা মহামারির সময়টিতেও তিনি প্রতিবেশীদের নিয়ে প্রত্যেক রোববার সকালে গাছ লাগাতেন লন্ডনের বিভিন্ন এলাকায়।

বিষয় হলো—এভাবে গেরিলা কায়দায় গাছ লাগানো ব্রিটিশ আইনে অবৈধ হিসেবে বিবেচিত হতে পারে। তারপরও মাইলসের এমন কাজে কর্তৃপক্ষ সাধারণত চোখ বুজে থাকে, যদি না কোনো ক্ষতি হয়।

এই ধরনের একটি আন্দোলন শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে আমেরিকায়ও। লিজ ক্রিস্টির নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলনের নাম ছিল ‘গ্রিন গেরিলাস’।

গবেষণায় দেখা গেছে—সবুজের সংস্পর্শ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এটি মন শান্ত করে, শিশুদের মনোযোগ বাড়ায়, এমনকি অপরাধ প্রবণতা কমায়।

মাইলসের বার্তাটিও সহজ। তিনি বলেন, ‘যে কোনো মানুষ গেরিলা গার্ডেনিং করতে পারে। বসন্তে বৃষ্টির মধ্যে স্থানীয় ফুলের বীজ ছড়িয়ে দিন, তাহলেই হলো।’

মাইলসের স্বপ্ন হলো—সব ফুটপাথ, ভবনের দেয়াল, আর ছাদ ও বাসস্টপগুলো মেতে উঠবে ফুলের গুঞ্জনে। তিনি বলেন, ‘এটা বাস্তব সম্ভব, এটা আমরা নিজেরাই করতে পারি।’

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি