হোম > বিশ্ব > ইউরোপ

‘বেটা’ ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ডের ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দিতে চায় ব্রিটেন

ঢাকা: করোনার ‘বেটা’ বা দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ প্রয়োগ করতে চায় ব্রিটিশ সরকার। এ নিয়ে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ভ্যাকসিনের ডোজ নিয়ে যে ট্রায়ালের প্রয়োজন সেটির অর্থায়নও করতে চায় ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যে ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ কোটি ডোজ ভ্যাকসিন কিনে নিয়েছে। গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ধরন মোকাবিলায় অকার্যকর প্রমাণিত হয়। এর পরে ওই ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করে দেয় দক্ষিণ আফ্রিকা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামীকাল বৃহস্পতিবার অক্সফোর্ডে জি ৭ দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রীদের একটি সামিট শুরু হবে। এর আগের দিন অর্থাৎ আজ বুধবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে একটি ভাষণ দেবেন।

উল্লেখ্য, গত শনিবার করোনাভাইরাসের নতুন ধরনগুলোর নাম নিয়ে জটিলতার নিরসনে নতুন নামকরণ পদ্ধতির ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন নামকরণ পদ্ধতি অনুযায়ী, যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে করোনার যে নতুন ধরনটি পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম হয়েছে ‘বেটা’। আর ভারতীয় ধরনের নাম দেওয়া হয়েছে ‘ডেলটা’। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার