হোম > বিশ্ব > ইউরোপ

বাইডেন-পুতিন বৈঠক : উভয় দেশের বহিষ্কৃত রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেওয়া হবে

ঢাকা: চার ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত প্রথম মুখোমুখি বৈঠক শেষ হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভার ভিলা লা গ্রেঞ্জে স্থানীয় সময় বুধবার (১৬ জুন) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাইডেন ও পুতিন অস্ত্র নিয়ন্ত্রণ, সাইবার হামলা থেকে শুরু করে নির্বাচনে হস্তক্ষেপ ও ইউক্রেন বিষয়ে মতবিরোধ থাকা সত্ত্বেও আরও স্থিতিশীল ও প্রত্যাশিত সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠক শেষে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এখানে যা করতে এসেছিলাম, সেটাই করেছি। প্রথমত, উভয় দেশ একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্র খুঁজে বের করা। যার ফলে দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং বাকি বিশ্বের জন্যও সেটা লাভজনক হবে। দ্বিতীয়ত, সরাসরি যোগাযোগ। আমরা বা আমাদের মিত্রদেশের গুরুত্বপূর্ণ কোনো স্বার্থের ক্ষতি করার কর্মকাণ্ড চালানো হলে যুক্তরাষ্ট্র এর জবাব দেবে। আর তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও বিভিন্ন অগ্রাধিকার সম্পর্কে জানানো এবং তিনি (পুতিন) নিজেই এসব আমার মুখ থেকে শুনেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সামগ্রিকভাবে বৈঠকটি ছিল ভালো এবং ইতিবাচক। সেখানে কোনো উচ্চবাচ্য হয়নি। মুখোমুখি বৈঠক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এতে তাঁর (পুতিন) মনোভাব নিয়ে ভুল–বোঝাবুঝির কোনো অবকাশ থাকে না।

বাইডেনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি মনে করেন না যে তাঁদের মধ্যে কোনো ধরনের বৈরী সম্পর্ক আছে। উভয় দেশের বহিষ্কৃত রাষ্ট্রদূতদের পুনরায় দুই দেশের দূতাবাসে ফেরাতে রাজি হয়েছেন তাঁরা।

তবে বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি। পুতিনও জো বাইডেনকে মস্কোতে আমন্ত্রণ জানাননি।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার