দাবি পূরণ হলে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ফোনালাপের সময় তিনি এমনটি বলেন। ক্রেমলিনের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা হামলার কথা অস্বীকার করেছেন পুতিন। এই খবরগুলোকে ভুয়া বলে দাবি করেছেন পুতিন।
একটি বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, কিয়েভ এবং অন্যান্য বড় শহরগুলোতে কথিত চলমান বিমান হামলাগুলো ভুয়া।
পুতিন বলেন, রাশিয়ার দাবি পূরণ হলেই ইউক্রেন নিয়ে আলোচনা সম্ভব হবে।
পুতিনের দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের নিরপেক্ষ এবং অ-পারমাণবিক অবস্থা, রাশিয়ার অংশ হিসেবে ক্রিমিয়ার স্বীকৃতি এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলির ‘সার্বভৌমত্ব’।
কিয়েভের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার বৈঠক হতে পারে।