হোম > বিশ্ব > ইউরোপ

স্লোভেনিয়ার নির্বাচনে পরিবেশবাদী দলের বিশাল জয়

স্লোভেনিয়ার জাতীয় নির্বাচনে হেরেছেন দেশটির ক্ষমতাসীন লোকরঞ্জনবাদী প্রধানমন্ত্রী জেনেজ জানসা। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ ঘোষিত প্রাথমিক ফলাফল হতে জানা গেছে জানসার দল স্লোভেনিয়ান ডেমোক্রেটিক পার্টি-এসডিএস প্রতিদ্বন্দ্বী দল পরিবেশবাদী ফ্রিডম মুভমেন্ট পার্টির চেয়ে কমসংখ্যক আসন পেয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

জেনেজ জানসা এই নির্বাচনে জয়ী হতে পারলে চতুর্থবারের মতো স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হতে পারতেন। তবে নির্বাচনে পরাজিত হলেও হারা স্বীকার করে তিনি জানিয়েছেন, গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে তাঁর দল বেশি ভোট পেয়েছে। 

প্রাথমিক প্রকাশিত হওয়ার পর জানসা তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ফলাফল যাই হোক আমরা মেনে নিয়েছি। বিজয়ীদের অভিনন্দন।’ 

বিশ্লেষকদের ধারণা ছিল, এই নির্বাচনে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কিন্তু প্রাথমিক ফলাফল অনুসারে এই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেওয়া ফ্রিডম মুভমেন্ট পার্টি প্রত্যাশার চেয়েও ভালো করেছে। নির্বাচন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে ফ্রিডম মুভমেন্ট পার্টি ৩৪ দশমিক ৩৪ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। বিপরীতে জানসার দল পেয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশ ভোট। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই জয় ফ্রিডম মুভমেন্ট পার্টিকে দেশটির শাসনক্ষমতায় আসীন হওয়ার সুযোগ দেবে। পরিবেশবাদী এই দলটির অঙ্গীকার ছিল, গ্রিন এনার্জির ব্যবহার, একটি মুক্ত সমাজ গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠা। প্রাপ্ত ভোট অনুসারে দেশটির পার্লামেন্টের ৯০টি আসনের মধ্যে ফ্রিডম মুভমেন্ট পার্টি পাবে ৪০টি এবং জানসার দল এসডিএস পাবে ২৮টি আসন।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন