হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা ‘পারমাণবিক বোমা’ হয়ে ফাটবে

রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞা হাঙ্গেরির অর্থনীতিতে পারমাণবিক বোমা হয়ে বিস্ফোরিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি এ কথা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মতে, রাশিয়ান জ্বালানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে তাঁর দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। এর ফলে হাঙ্গেরিকে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হবে। তাই তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন প্রস্তাবিত নিষেধাজ্ঞার দ্রুত বাস্তবায়ন প্রত্যাখ্যান করেছেন। 

অরবান বলেছেন, ‘রাশিয়ার তেল নিষিদ্ধ করার পরিকল্পনা হাঙ্গেরির জন্য অনেক ব্যয়বহুল বলে বিবেচিত হবে এবং তা হবে হাঙ্গেরির অর্থনীতিতে ‘পারমাণবিক বোমা’ ফেলার সমান। রাশিয়ার তেলের নির্ভরতা কাটিয়ে উঠতে হাঙ্গেরির কমপক্ষে পাঁচ বছর লাগবে এবং আমাদের অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে।’ 

অরবান আরও জানিয়েছেন, তিনি নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে সেখানে অবশ্যই হাঙ্গেরির স্বার্থ পূরণের নিশ্চয়তা থাকতে হবে। গত এপ্রিলে চতুর্থ মেয়াদে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া অরবান শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে ইইউ প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে বর্তমানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে সমর্থন কতে পারে না।’ 

বিশ্লেষকদের ধারণা, অরবানের এই প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি করবে। কারণ, হাঙ্গেরি এরই মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে প্রাণঘাতী আঘাত হিসেবে চিহ্নিত করেছে। তবে, ইইউ-এর প্রস্তাবে অরবানের আপত্তিতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত বিশ্লেষকদের। কারণ, অরবান এর আগেও একাধিকবার রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। 

তবে, ভিক্টর অরবানের এই অবস্থান রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রস্তাব পাশের ক্ষেত্রে একটি বড় বাধা। 

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন