হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা ‘পারমাণবিক বোমা’ হয়ে ফাটবে

রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞা হাঙ্গেরির অর্থনীতিতে পারমাণবিক বোমা হয়ে বিস্ফোরিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি এ কথা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মতে, রাশিয়ান জ্বালানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে তাঁর দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। এর ফলে হাঙ্গেরিকে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হবে। তাই তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন প্রস্তাবিত নিষেধাজ্ঞার দ্রুত বাস্তবায়ন প্রত্যাখ্যান করেছেন। 

অরবান বলেছেন, ‘রাশিয়ার তেল নিষিদ্ধ করার পরিকল্পনা হাঙ্গেরির জন্য অনেক ব্যয়বহুল বলে বিবেচিত হবে এবং তা হবে হাঙ্গেরির অর্থনীতিতে ‘পারমাণবিক বোমা’ ফেলার সমান। রাশিয়ার তেলের নির্ভরতা কাটিয়ে উঠতে হাঙ্গেরির কমপক্ষে পাঁচ বছর লাগবে এবং আমাদের অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে।’ 

অরবান আরও জানিয়েছেন, তিনি নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে সেখানে অবশ্যই হাঙ্গেরির স্বার্থ পূরণের নিশ্চয়তা থাকতে হবে। গত এপ্রিলে চতুর্থ মেয়াদে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া অরবান শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে ইইউ প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে বর্তমানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে সমর্থন কতে পারে না।’ 

বিশ্লেষকদের ধারণা, অরবানের এই প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি করবে। কারণ, হাঙ্গেরি এরই মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে প্রাণঘাতী আঘাত হিসেবে চিহ্নিত করেছে। তবে, ইইউ-এর প্রস্তাবে অরবানের আপত্তিতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত বিশ্লেষকদের। কারণ, অরবান এর আগেও একাধিকবার রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। 

তবে, ভিক্টর অরবানের এই অবস্থান রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রস্তাব পাশের ক্ষেত্রে একটি বড় বাধা। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট