হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের চার অঞ্চল রাশিয়াভুক্ত করার চুক্তি অনুমোদন পেল ডুমায়

ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা স্থানীয় সময় আজ সোমবার চুক্তি অনুমোদন করে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ডুমায় ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ায় যোগদানের বিষয়ে করা চুক্তিটি সর্বসম্মতভাবে পাশ হয়। অধিবেশনে রাশিয়ার সকল স্টেট ডেপুটি উপস্থিত ছিলেন এবং সবাই এই চুক্তি পাশের পক্ষে রায় দেন। 

গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের ওই চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ বলে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, পুতিন তাঁর ভাষণে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ার গণভোটের ফলাফলে দিকে ইঙ্গিত করে বলেন, ‘ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনারা জানেন ফলাফল কী? জনগণ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং এটি একটি নির্ধারণী ঘোষণা।’ 

পুতিন আরও বলেন, ‘আমি নিশ্চিত যে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ান ফেডারেশনের চারটি নতুন অঞ্চলকে সংযুক্তকরণের বিষয়টি অনুমোদন করবে কারণ এটি লাখ লাখ মানুষের ইচ্ছা।’ এ সময় অনুষ্ঠানে উপস্থিতরা বিপুল করতালি দিয়ে পুতিনের বক্তব্যকে স্বাগত জানান। পুতিনের সেই আশাবাদই আজ বাস্তবায়িত হলো। 

পুতিন তাঁর ভাষণে ইউক্রেনের প্রতি অবিলম্বে সমস্ত সামরিক পদক্ষেপ এবং যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যে যুদ্ধ তারা ২০১৪ সালে শুরু করেছিল সেই যুদ্ধ বন্ধে কিয়েভকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। আমরা এর জন্য পথ খোলা রেখেছি এবং আমরা এটি বহুবার বলেছি।’ 

গত সপ্তাহে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে অনুষ্ঠিত গণভোটের উল্লেখ করে পুতিন বলেন, ‘ইউক্রেনের কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের ইচ্ছার অভিব্যক্তিকে সম্মান করতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভূমি রক্ষা করব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা সবকিছুই করব।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট