হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ নাকচ রাশিয়ার

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর উপদেষ্টা ইউরি উশাকভ। এএফপির ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রস্তাব নাকচ করেছে রাশিয়া। সিএনএন, বিবিসি সহ বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তা আজ বৃহস্পতিবার ‘৩০ দিনের যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অবকাশ’ বলে বিদ্রূপ করেছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন—রাশিয়া এমন একটি দীর্ঘমেয়াদি সমাধান চায়, যা তাদের স্বার্থ ও উদ্বেগের প্রতিফলন ঘটাবে।’

মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আলোচনা করতে আজ মস্কোতে পৌঁছেছেন। গতকাল বুধবার ইউরি উশাকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে জানান, ইউক্রেন সমর্থন জানালেও মার্কিন এই যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর চাহিদা পূরণে যথেষ্ট নয়।

আজ বৃহস্পতিবার উশাকভ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বাস্তব ও স্থায়ী পদক্ষেপ চাই। এমন কিছু নয়, যা শুধু শান্তির ছদ্মবেশ ধারণ করে।’

গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তাদের প্রস্তাবিত মাসব্যাপী যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন সম্মতি জানিয়েছে এবং ওয়াশিংটন এই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বল এখন রাশিয়ার কোর্টে।’

রুবিও আশাবাদ ব্যক্ত করেন, ক্রেমলিন ‘সদিচ্ছা’ দেখিয়ে এই প্রস্তাবে সম্মতি জানাবে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পুতিনকে যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস