যুদ্ধের মধ্যে ইউক্রেনীয়দের ধর্ষণ করছে রুশ সেনারা। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। আজ শুক্রবার তিনি এমন অভিযোগ করেন। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সও এই অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি।
লন্ডনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনের শহরগুলোতে নারীদের ধর্ষণ করছে এমন অসংখ্য ঘটনা আমাদের কাছে রয়েছে। আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে কথা বলা কঠিন। তবে যারা এই যুদ্ধকে সম্ভব করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।