হোম > বিশ্ব > ইউরোপ

গত এক সপ্তাহে প্রায় ৬ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহের যুদ্ধে রাশিয়ার অন্তত ৫ হাজার ৭৬০ জন সেনা নিহত হয়েছে। আজ রোববার এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউজউইক। 

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রাশিয়ার বাহিনী শুধুমাত্র গত ২৪ ঘণ্টার মধ্যেই ১ হাজার ১৬০ সেনা হারিয়েছে। কিয়েভের দাবি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার নিহত সেনার মোট সংখ্যা দাঁড়িয়েছে এখন ৪ লাখ ৩০ হাজার ৭৪০ জন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও সত্যাসত্য যাচাইয়ের জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চেয়ে একটি ইমেইল পাঠিয়েছে নিউজউইক। 

রাশিয়ার হারানো সেনার সংখ্যা নিয়ে ইউক্রেন কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে যে পরিসংখ্যান প্রকাশ করে যাচ্ছে—সেই বিষয়ে গত মাসে নিউজউইককে আশ্বস্ত করেছিলেন লন্ডন-ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক নিক রেনল্ডস। তিনি বলেছিলেন—যদি ইউক্রেনের দাবি করা সংখ্যাটির মধ্যে সামগ্রিকভাবে রাশিয়ার আহত ও নিহত দুই সেনাকেই অন্তর্ভুক্ত করা হয়, তবে এটি মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়। 

চলতি মাসের শুরুর দিকে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সরকার দাবি করেছিল—২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর থেকে গত মাসেই (ফেব্রুয়ারি) দেশটির সবচেয়ে বেশি সৈন্য হতাহত হয়েছে। সে সময় রুশ বাহিনীর মোট হতাহতের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে বলেও জানিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। 

এদিকে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেনকেও চড়া মূল্য দিতে হয়েছে। আজ রোববার রাশিয়া দাবি করেছে, গতকালের যুদ্ধেই ইউক্রেনের হারানো সৈন্যের সংখ্যা প্রায় ৯০০। তবে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কত সেনা হতাহত হয়েছে সেই বিষয়ে রুশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। 

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মস্কো ও কিয়েভের দাবি করা হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা প্রায় অসম্ভব। 

রোববার ইউক্রেনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১১টি ট্যাংক হারিয়েছে। আর সপ্তাহজুড়ে হারিয়েছে ৫১টি ট্যাংক। যুদ্ধে সব মিলিয়ে ৬ হাজার ৭৯০টি ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। 

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, চলমান যুদ্ধে ইউক্রেন ১৫ হাজার ৫০৯টি ট্যাংক ও সাঁজোয়া হারিয়েছে। 

সপ্তাহজুড়ে বিপুল সেনা হতাহতের বিষয়ে মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে—সম্ভবত পূর্ব ইউক্রেনের দুটি গ্রাম দখল করার কারণে উভয় পক্ষেই ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার সেনারা সম্ভবত গত সপ্তাহের শেষের দিকে আভদিভকা শহরের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে টোনেঙ্কে এবং নেভেলস্কে নামে দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। 

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাঁদের বাহিনী টোনেঙ্কে ও নেভেলস্কে সহ বার্ডিচি এবং পারভোমাইস্কের গ্রামগুলোর আশপাশে ১১টি রুশ আক্রমণ প্রতিহত করেছে। আর রুশ কর্তৃপক্ষ বলেছে, তাদের যোদ্ধারা টোনেঙ্কের চারপাশে ইউক্রেনের অবস্থান ধ্বংস করেছে এবং বার্ডিচি ও পারভোমাইস্কের চারপাশে ইউক্রেনের পাল্টা আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট