হোম > বিশ্ব > ইউরোপ

সাইবার হামলার কারণে ব্রিটিশ হাসপাতাল চলছে কাগজ–কলমে

ক্যাপশন: সাইবার হামলার কারণে ডিজিটাল কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে এনএইচএস। ছবি: সংগৃহীত

সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি হাসপাতালের কার্যক্রম চলছে কাগজে–কলমে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উত্তর–পশ্চিম ইংল্যান্ডের হাসপাতালটির আইটি সিস্টেম গত মঙ্গলবার থেকে বন্ধ আছে। এই অবস্থায় দেশটির স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ কাগজে–কলমে কাজ চালানোর নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

সাইবার হামলার শিকার ওয়িরাল ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে প্রযুক্তির পরিবর্তে কাগজ ব্যবহার করা হচ্ছে। সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আক্রান্ত সিস্টেমগুলো আলাদা করা হয়েছে। এর ফলে কিছু আইটি সিস্টেম বন্ধ রাখতে হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জাতীয় সাইবার নিরাপত্তা সেবার সাহায্যে বিষয়টি সমাধানের চেষ্টা করছি, যাতে যত দ্রুত সম্ভব স্বাভাবিক সেবায় ফিরে যাওয়া সম্ভব হয়।’

ব্রিটিশ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পরিচালিত হাসপাতালটি সাইবার হামলার বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাদের ডিজিটাল সিস্টেমটি র‍্যানসামওয়্যার আক্রমণের শিকার হয়েছে।

এনএইচএস ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়, যেসব রোগীর অ্যাপয়েন্টমেন্ট বা চিকিৎসকের সঙ্গের সাক্ষাতের সময় নেওয়া ছিল, তাদের সেবা দেওয়া হচ্ছে। তবে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে।

গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি প্রথম প্রকাশিত হয়। অবস্থা গুরুতর না হলে বা রোগী মুমূর্ষু না হলে সাইবার হামলার শিকার হাসপাতালের জরুরি বিভাগে যেতে নিরুৎসাহিত করা হয়। হাড় ভাঙা ও জয়েন্টের সমস্যার মতো গুরুতর আঘাতের জন্য হাসপাতালটির জরুরি চিকিৎসা কেন্দ্রে (ইউটিসি) দেখাতে বলছে এনএইচএস।

এছাড়া জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে এবং সাধারণ স্বাস্থ্য সমস্যার জন্য ১১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে। এর বাইরে কাছাকাছি জরুরি চিকিৎসা কেন্দ্রে বা সাধারণ স্বাস্থ্যসেবা চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট