শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। যুক্তরাজ্যের বার্মিংহামে ইসলামি রীতি অনুযায়ী তাঁদের বিয়ে হয়। গতকাল মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় মালালা নিজেই বিয়ের খবর জানিয়েছেন।
বিয়ের ছবি শেয়ার করে টুইট বার্তায় মালালা লিখেছেন, ‘আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই।’
গত জুলাইয়ে বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মালালা। ভোগ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেন, ‘মানুষের কেন বিয়ে করতে হবে তা আমি এখনো বুঝি না।’