হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধের মধ্যে কৃষ্ণ সাগর ছেড়ে গেল ন্যাটোর নৌবাহিনী

গতকাল রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরপরই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সর্বশেষ জাহাজটি কৃষ্ণ সাগর ছেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি রাশিয়া, ইউক্রেন ও ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক, বুলগেরিয়া ও রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে প্রায় এক মাস ধরে অবস্থান করছিল।

তুর্কি মেরিটাইম ওয়েবসাইট তার্কিশনেভি ডট নেট থেকে জানা যায়, একটি ফরাসি যুদ্ধজাহাজ জানুয়ারির শুরুতে একটি সফর সম্পন্ন করেছে। তবে যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে ন্যাটোর এমন কোনো নৌযান এ সময় টহল দেয়নি। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ সময় রাশিয়া নৌবহরের ১৬টি যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র জাহাজ ও ট্যাংক অবতরণ করতে সক্ষম এমন জাহাজ কৃষ্ণ সাগরে রওনা হয়েছিল। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটো অনেকবার বিবৃতি দিয়েছে। কিন্তু এই অঞ্চলে নিজেদের উপস্থিতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এই পশ্চিমা সামরিক জোট। 

রাশিয়ার নৌবাহিনীকে ন্যাটো বাহিনী চ্যালেঞ্জ করবে কি না, তা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে বলেন, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে ভাবতে হবে।

কৃষ্ণ সাগরে ন্যাটোর নৌ উপস্থিতি কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা দিত। বৃহস্পতিবার রাশিয়ার হামলার পর ইউক্রেন তার সমুদ্রবন্দরগুলোতে কার্যক্রম স্থগিত করেছে। 

অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল জেমস ফগো বলেছেন, ‘ইউক্রেনকে চারপাশ থেকে ঘিরে ধরেছে রাশিয়া। এ অবস্থায় ন্যাটোর একটি সামুদ্রিক কৌশল প্রয়োজন।’ জেমস ফগো ২০২০ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ইউরোপে মার্কিন ও ন্যাটো নৌবহরের কমান্ডার ছিলেন। 

ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর বৃহস্পতিবার ন্যাটোর মাহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রুশ নৌবাহিনীর পাশাপাশি আকাশ ও স্থল থেকেও হামলা চালানো হয়েছে। এ অবস্থায় উত্তর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টিরও বেশি জোটভুক্ত জাহাজ এবং ১০০টিরও বেশি জেট সতর্কতায় রয়েছে। 

ন্যাটো মহাসচিবের এ বক্তব্যের পর সর্বশেষ জাহাজটিও কৃষ্ণ সাগর ছেড়ে গেছে। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার