হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর পথে নেমে এসেছেন পৃথিবীর বহু শান্তিকামী মানুষ। তাঁরা হাতে ‘আমরা যুদ্ধ চাই না’ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টোকিও থেকে তেল আবিব, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশের রুশ দূতাবাসের সামনে এবং জনসমাগমস্থলে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার শান্তিকামী মানুষ। এমনকি খোদ রাশিয়ায়ও যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, ইয়েকাটেরিনবার্গসহ ৫৩টি শহরে শত শত মানুষ সমবেত হয়ে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ স্লোগান দিয়েছেন। 

রুশ সংস্থা ওভিডি ইনফো মনিটর জানিয়েছে, পুলিশ অন্তত ১ হাজার ৬৬৭ জন বিক্ষোভকারীকে আটক করেছে। এর মধ্যে শুধু মস্কো থেকেই ৬০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রুশ দূতাবাসের সামনে প্রথম বিক্ষোভটি দেখা যায়। ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার মাত্র তিন ঘণ্টা পরই মার্কিন জনতা রাশিয়াবিরোধী স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসেন। 

স্থানীয় পত্রিকাগুলো লিখেছে, যুক্তরাষ্ট্রের রাজধানীতে কয়েক ডজন বিক্ষোভকারীকে ইউক্রেনের পতাকা নেড়ে ‘রুশ আগ্রাসন বন্ধ করো’ স্লোগান দিতে দেখা গেছে। এ ছাড়া নিউইয়র্ক সিটির 
ম্যানহাটনের টাইমস স্কয়ারে কয়েক শ বিক্ষোভকারীকে বিশাল একটি পতাকা নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। 

লন্ডনেও বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্রিটিশ নাগরিকেরা। শত শত বিক্ষোভকারী প্রধানমন্ত্রী বরিস জনসনের বাড়ি ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হয়ে ব্রিটেনকে রাশিয়ার বিরুদ্ধে আরও শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদের মধ্যে অনেক ইউক্রেনীয় ছিলেন। তাদের কাঁদতে দেখা গেছে। 

রাশিয়াবিরোধী বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। প্যারিসে একজন বিক্ষোভকারী রয়টার্স বলেছেন, আমি বুঝতে পারছি এই মুহূর্তে পুরো বিশ্ব এক বিরাট বিপর্যয়কর সময় পার করছে। 

বিক্ষোভ দেখা গেছে স্পেনের রাজধানী মাদ্রিদেও। সেখানে শত শত বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়েছেন অস্কার বিজয়ী স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেম। মাদ্রিদে রুশ দূতাবাসের সামনে তাঁরা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। 

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে শত শত মানুষ জড়ো হয়ে ইউক্রেনের পতাকা তুলে ধরেছেন। তাঁরা ‘ইউক্রেনে শান্তি আসুক’ স্লোগান দিচ্ছিলেন। 

গ্রিসে থাকা ইউক্রেনীয়রা বিক্ষোভ করেছেন। রাজধানী এথেন্সে কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হয়ে রাশিয়াবিরোধী স্লোগান দিয়েছেন। 

জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন শান্তিকামী মানুষ। 

এ ছাড়া বিক্ষোভ দেখা গেছে বৈরুত, তেল আবিব, ডাবলিন ও প্রাগে। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা