হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ, উচ্চপদস্থ দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করেছে, তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ দুই সামরিক কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করায় অভিযুক্ত দুই সামরিক কর্মকর্তা ইউক্রেনের সরকারি নিরাপত্তা ইউনিটে কর্নেল পদমর্যাদায় ছিলেন। কিন্তু গোপনে রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার (এমএসবি) এজেন্টদের অন্তর্ভুক্ত ছিলেন তাঁরা। 

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া দুই কর্নেল জেলেনস্কির দেহরক্ষীদের মধ্যে নিজেদের লোক খুঁজছিলেন, যাঁরা জেলেনস্কিকে অপহরণ ও হত্যা করতে আগ্রহী হবেন। তাঁদের টার্গেটে থাকা অন্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ এবং এসবিইউ প্রধান ভাসিল মলিউক। 

আরও দাবি করা হয়েছে, ষড়যন্ত্রকারী দলটি গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভকে গত ৫ মের আগেই হত্যা করতে চেয়েছিল। এসবিইউ-এর মতে, ষড়যন্ত্রকারীরা তাদের টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা করেছিল—যেন তাঁর ওপর রকেট এবং ড্রোন হামলা দিয়ে হামলা করা যায়। 

এসবিইউ প্রধান ভ্যাসিল মালিউক দাবি করেছেন, ওই হামলাটিকে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়া ভ্লাদিমির পুতিনের জন্য একটি উপহার হিসেবে দেখছিল ষড়যন্ত্রকারীরা। আজ মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিয়েছেন পুতিন। 

অপারেশনটিকে রাশিয়ার বিশেষ নিরাপত্তা পরিষেবাগুলোর ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়ে মলিউক বলেন, ‘তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, শত্রু শক্তিশালী এবং অভিজ্ঞ, তাকে অবমূল্যায়ন করা যায় না।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই কর্নেলকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রস্তুতির সন্দেহে আটক করেছে এসবিইউ। পাশাপাশি পুরো প্রক্রিয়াটির তদারকি করছিলেন এমন তিনজনের নাম উল্লেখ করেছে সংস্থাটি। তাঁদের মধ্যে একজনের সঙ্গে গ্রেপ্তার হওয়া কর্নেলদের একজন প্রতিবেশী একটি ইউরোপীয় রাষ্ট্রে গোপন বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার চেষ্টা করছে বলে দাবি করে আসছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। গত মাসেও এমন অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে