হোম > বিশ্ব > ইউরোপ

পরিবার নিয়ে ক্রিমিয়া ছাড়ছেন রুশ বাহিনীর সদস্যরা

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভের পর এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় গোয়েন্দাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কিয়েভ ইনডিপেনডেন্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ক্রিমিয়া ছেড়ে যেতে শুরু করেছে। 

ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, রুশ প্রক্সি, গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে। রুশ বাহিনীর সরে যাওয়ার পদক্ষেপকে ইউক্রেনের সেনাদের বড় ধরনের সাফল্য মনে করা হচ্ছে। 

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ শহর খারকিভ পুনর্দখলে নেওয়ার কথা জানায় ইউক্রেন। কিয়েভের দাবি, খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানের মুখে খারকিভের ইজিয়াম অঞ্চলে নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। ঘাঁটিতে বিপুল পরিমাণ গোলাবারুদের মজুত এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে যায় তারা। 

সবশেষ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের সেনারা চলতি সেপ্টেম্বরেই পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ৬ হাজার বর্গকিলোমিটারের (২,৩১৭ বর্গমাইল) চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। আরও অগ্রসর হবে আমাদের সেনারা।’ 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ছয় মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রাশিয়া দেশটির অনেক এলাকা দখল করে আছে। তবে বিশ্লেষকদের অনেকেই রুশ সেনাদের পশ্চাৎপসরণকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করছেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট