হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন: দলের ব্যর্থতার দায় নিয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো। ইতালির সংবাদ সংস্থা এজেনজিয়া নোভার প্রতিবেদনে বলা হয়েছে, নিজ দল ওপেন ফ্লেমিশ লিবারেলস অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টি মাত্র ৬ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে। এখন পর্যন্ত ভোট গণনা করা হয়েছে, ৯০ শতাংশ। 

স্থানীয় সময় গতকাল রোববার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো ঘোষণা দেন, তিনি মূলত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে তাঁর দলের ভরাডুবির দায় নিয়েই পদত্যাগ করছেন। তাঁর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা আজ সোমবার। 

বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে তাঁর দলের ব্যর্থতার দায় স্বীকার করে ঘোষণা দেন, ‘আগামীকাল (আজ সোমবার) আমি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করব।’ এ সময় তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে তাঁর দল বাজে ফল করার পরও তিনি আশাবাদী যে, তাঁর দল আবারও ফিরে আসবে। তিনি বলেন, ‘উদারবাদীদের ভবিষ্যৎ অবশ্যই শক্তিশালী এবং আমরা অবশ্যই ফিরে আসব।’ 

বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেও আরও কিছুদিন হয়তো ক্রোকে দায়িত্ব পালন করে যেতে হবে। অন্তত যত দিন না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন তিনি বেলজিয়ামের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। 

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডি ক্রোর দল বাজে ফল করলেও বেলজিয়াম ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবে। প্রতি ছয় মাস পরপর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের পদ সদস্য দেশগুলোর মধ্যে বণ্টিত হয় ধারাক্রমের ভিত্তিতে। সেই হিসাবে আগামী ৩০ জুন পর্যন্ত বেলজিয়াম এই দায়িত্ব পালন করবে। 

এদিকে, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীরা এগিয়ে আছেন। এই অবস্থায় গতকাল রোববার ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি এমন এক সময়ে এ সিদ্ধান্ত নিলেন, যখন ইউরোপীয় পার্লামেন্টের ক্ষমতা কট্টর ডানপন্থীদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। 

ইউরোপীয় পার্লামেন্টের ৭২০ আসনে মধ্যপন্থী, উদারপন্থী ও সমাজতন্ত্রীরা অধিকাংশ আসনে এগিয়ে থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়নি, যা ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ বড় রকমের ধাক্কা দিয়েছে। একই অবস্থা জার্মানিতেও। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইউরোপের প্রধান প্রধান দেশগুলো জোটে তাদের জাতীয় নীতিগুলো কীভাবে বাস্তবায়িত হবে। 

মূলত জাতীয় পার্লামেন্টকে কট্টর ডানপন্থীদের কবজা থেকে মুক্ত রাখতেই একটি জুয়া খেলেছে ফ্রান্সের পার্লামেন্ট। তাঁর ঘোষণা অনুসারে, আগামী ৩০ জুন ফরাসি পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে। মাখোঁর মতে, বড় রকমের ধাক্কা খেয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। জার্মানিতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে এযাবৎকালের ইতিহাসে সবচেয়ে বাজে ফলাফলের মুখোমুখি। বিপরীতে দেশটির রক্ষণশীল ও গোঁড়া ডানপন্থী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানি ভালো ফল করেছে। 

এদিকে, জার্মানি-ফ্রান্সের ক্ষমতাসীন দলগুলো খুব একটা ভালো করতে না পারলেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল যথেষ্ট ভালো করেছে। তাঁর জোট ব্রাদার্স অব ইটালি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে অধিকাংশ আসনে এগিয়ে আছে বলে জানা গেছে বিভিন্ন বুথফেরত জরিপ থেকে। 

ইউরোপীয় পার্লামেন্টে ডানপন্থীদের দখল শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সামষ্টিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়াদি নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এর বাইরে জলবায়ু পরিবর্তন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শিল্প প্রতিযোগিতা আরও বাড়ার প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে নীতিমালা তৈরি করার ক্ষেত্রে।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম