রাশিয়াকে থামাতে ইউরোপের নেতারা পদক্ষেপ নিতে দেরি করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পদক্ষেপ নিতে দেরি করলেও ঐক্যবদ্ধভাবে ইউক্রেনকে সহায়তা করায় ইউরোপকে ধন্যবাদ জানান জেলেনস্কি।
সম্মেলনে ইউক্রেনে রাশিয়া যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা তুলে ধরেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ‘নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ায় আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু পদক্ষেপ নিতে একটু দেরি হয়ে গেছে। যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হতো, তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে যেতে পারত না।’
উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ৩১তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে আজ শুক্রবার ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, রুশ আক্রমণের বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধতা প্রদর্শন করতে মার্কিন প্রেসিডেন্ট এই সফর করছেন।