হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই

রাশিয়ার পূর্বের কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে আজ মঙ্গলবার ২৮ আরোহীসহ এন-২৬ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের কেউ বেঁচে নেই। রাশিয়ার সংবাদমাধ্যম ও উদ্ধারকারী কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে অবতরণ না করার জানা যায় উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিরূপ আবহাওয়া আর আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে অবতরণ না করার পর উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়। 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উদ্ধারকারী দল এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে মোট ২৮ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২২ জন যাত্রী ও ছয়জন। উড়োজাহাজটিতে পালানার মেয়র ওলগা মোখিরেভাও ছিলেন।

উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয় তখন কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম। তাস জানিয়েছে, ১৯৮২ সাল থেকে এই উড়োজাহাজটি ওই কোম্পানির বহরে যুক্ত হয়।

এর আগে একই রুটে ২০১২ সালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস