হোম > বিশ্ব > ইউরোপ

‘ইউক্রেন ন্যাটোতে যোগ না দিলেও রাশিয়া যুদ্ধ বন্ধ করবে না’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শুক্রবার বলেছেন, কিয়েভ আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের ইচ্ছা থেকে সরে এলেও মস্কো ইউক্রেনে তাদের সামরিক অভিযান বন্ধ করবে না। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। স্থানীয় সময় শুক্রবার একটি ফরাসি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন, রাশিয়া কিছু শর্ত সাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। তার আগে মস্কো স্পষ্ট করে বলেছিল, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

ফ্রান্সের এলসিআই টেলিভিশনকে মেদভেদেভ বলেছেন, ‘উত্তর আটলান্টিক জোটে ইউক্রেনের অংশগ্রহণ ত্যাগ করা এখন অত্যাবশ্যক। কিন্তু অবস্থা এখন এমন পর্যায়ে গেছে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেন ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকলেও লাভ হবে না।’ 

মেদভেদেভ আরও বলেছেন, ‘রাশিয়া তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘নাজিমুক্ত’ করতে চান। তবে কিয়েভ ও পশ্চিমারা বলে, এটি যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি ভিত্তিহীন অজুহাত।’ 

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইউক্রেন বেশ কয়েক দফা আলোচনা করেছে। কিন্তু কোনো আলোচনাই আলোর মুখ দেখেনি। নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও কম। 

মেদভেদেভ বলেন, ‘এটি (আলোচনা) নির্ভর করবে কীভাবে ঘটনাগুলো সামনে আসে। আমরা (জেলেনস্কির সঙ্গে) দেখা করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম।’ 

যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এবং এসব অস্ত্রের মধ্যে হিমাস মাল্টিপল রকেট লঞ্চারও রয়েছে। তবে এসব অস্ত্র রাশিয়ার জন্য যথেষ্ট হুমকি সৃষ্টি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন মেদভেদেভ।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার