হোম > বিশ্ব > ইউরোপ

লিংকডইনে বিজ্ঞপ্তি দিয়ে নিউক্লিয়ার সাবমেরিনের পরিচালক খুঁজছে ব্রিটেন! 

পেশাজীবীদের কাছে জনপ্রিয় প্ল্যাটফর্ম লিংকডইন সাধারণত চাকরি খোঁজা, চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রায় সবাই কমবেশি এই সাইট ব্যবহার করে থাকেন চাকরি খোঁজা বা চাকরির বিজ্ঞাপন দেওয়ার জন্য। এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু ব্রিটিশ রয়্যাল নেভি যদি তাদের সাবমেরিনের পরিচালক খোঁজার জন্য লিংকডইনে বিজ্ঞপ্তি দেয়, তবে বিষয়টি বোধ হয় স্বাভাবিকভাবে বিবেচনা করা যায় না। 

তবে স্বাভাবিক হোক আর অস্বাভাবিক, ব্রিটিশ রয়্যাল নেভি এই কাজটিই করেছে প্রায় সপ্তাহ তিনেক আগে। লিংকডইনে রয়্যাল নেভির অ্যাকাউন্ট থেকে সাবমেরিনের পরিচালকের সন্ধান করে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। 

সাধারণত একটি সাবমেরিনের পরিচালক পদে একজন অভিজ্ঞ নাবিক ও সামরিক কর্মকর্তাকেই নিয়োগ দেওয়া হয়। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হতে পারে, ব্রিটিশ রয়্যাল নেভি বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করেছে। প্রকৃত ঘটনা কী তা অবশ্য রয়্যাল নেভি এখনো খোলাসা করেনি। 

রয়্যাল নেভির একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রয়্যাল নেভি অভ্যন্তরীণ উৎস থেকে এসব পদের শূন্যস্থান পূরণ করতে হিমশিম খাচ্ছে। সূত্রগুলো জানিয়েছে, রয়্যাল নেভি ব্যাপকভাবে নিয়োগ সংকটে ভুগছে এবং এ কারণেই গত মাসে তারা লিংকডইনে বিজ্ঞপ্তি দিয়েছে। 

লিংকডইনে শেয়ার করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অদৃশ্য, বাধাহীন ও নীরব শক্তি ঢেউয়ের নিচে থেকে আমাদের রক্ষা করে।’ পোস্টে বলা হয়, রয়্যাল নেভি সাবমেরিনের পরিচালক নিয়োগ দিচ্ছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রয়্যাল নেভির নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ট্রাইডেন্টের পরিচালক হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই হয় রিজার্ভ ফোর্সের সদস্য হতে হবে অথবা নিয়মিত বাহিনীতে ছিলেন এমন হতে হবে।

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি