হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেনের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনা আজ

কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দফা আলোচনা। তবে ফলপ্রসূ না হলেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয় পক্ষই। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে আজ (২ মার্চ)। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ। 

তাসকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, আগামীকাল (বুধবার) দ্বিতীয় দফা আলোচনা হবে। তবে এই বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি। তাস রুশ সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, উভয় পক্ষই দ্বিতীয় দফা আলোচনার জন্য তারিখ হিসেবে ২ মার্চ (বুধবার) নির্ধারণ করেছে। 

সিএনএনের ওই প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দ্বিতীয় দফা আলোচনা বেলারুশ-পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে অনুষ্ঠিত হবে। 

এ দিকে বেলারুশের রাজনীতিবিদ ইউরি ভসক্রেসেনস্কি জানিয়েছেন, তিনি আলোচনাস্থলের কাছাকাছি অবস্থান করছেন। তাঁর মতে, প্রতিনিধিদলের প্রথমাংশের  সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। 

অপরদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। প্রতিষ্ঠানটির প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেছেন, ইউক্রেনের অনেক মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইউক্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে।

ক্যারোলিনা লিন্ডহোম বলেন, ‘আমরা এখনো ইউক্রেনের অভ্যন্তরে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটির নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি। তবে আমরা অনুমান করছি যে, এটি প্রায় এক মিলিয়ন হবে, যারা অভ্যন্তরীণভাবে পালিয়ে গেছে বা যারা বর্তমানে ট্রেনে, বাসে বা গাড়িতে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে।’

ইউএনএইচসিআরের এই প্রতিনিধি বলেন, বাস্তুচ্যুত মানুষের জন্য প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার