হোম > বিশ্ব > ইউরোপ

বাখমুতে শিগগিরই বড় ধরনের পাল্টা আক্রমণে যাবে ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে কয়েক মাস ধরে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহত করে আসছে ইউক্রেনীয় সেনারা। যদিও এখনো শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাবেন বলে জানিয়েছেন দেশটির শীর্ষ এক সেনা কমান্ডার। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউক্রেনের শীর্ষ পদাতিক বাহিনীর কমান্ডার ওলেকসান্দর সাইরসকি পাল্টা আক্রমণের কথা জানিয়েছেন।

বার্তা আদান-প্রদান অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় সাইরসকি বলেন, ‘বাখমুতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী লড়াইয়ে রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার এখন বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। যদিও ধীরে ধীরে তাদের আক্রমণের শক্তি কমে আসছে। খুব শিগগির আমরা এই সুযোগ কাজে লাগাব। এর আগে আমরা কিয়েভ, খারকিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্কেও তাই করেছি।’

গত বছরের নভেম্বরের পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি পায়নি রাশিয়া। সবশেষ বাখমুতকে কেন্দ্র করে টানা হামলা চালিয়ে যায় রুশ বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরোধ করে যাচ্ছে ইউক্রেনও। এ বছরের কোনো এক সময়ে পাল্টা আক্রমণের কথা বলছে ইউক্রেনের সেনারা। এ জন্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র পাওয়ার অপেক্ষা।

মস্কো মনে করছে, বাখমুত দখলের মধ্য দিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষায় দুর্বলতা তৈরি হবে। এর মাধ্যমে পুরো দনবাস অঞ্চল দখলের দিকে এগিয়ে যেতে পারবে রুশ সেনারা।

এদিকে গত কয়েক মাস ধরে চলমান সংঘাতে বাখমুতে হতাহত ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে রাশিয়া ও ইউক্রেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি রয়টার্স।

এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে। বাখমুত ছাড়াও ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দুই পক্ষের সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন