হোম > বিশ্ব > ইউরোপ

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আজ শনিবার ৮ লাখের বেশি মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা পিএর প্রতিবেদন অনুযায়ী, স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ হয়েছে আজ। বিক্ষোভের আয়োজকেরা বলেছেন, ৮ লাখের বেশি মানুষ ফিলিস্তিনের পক্ষে লন্ডনের রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছে। 

দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমস এলাকায় জড়ো হয়েছে মানুষ। সেখানে এক নারীকে মাইক হাতে বলতে শোনা যায়, এখানে আজ ৮ লাখের বেশি মানুষ জড়ো হয়েছে। এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। ব্রিটেনের ইতিহাসের এটি দ্বিতীয় বৃহত্তম জনসমাবেশ। এর আগে লন্ডন মহানগর পুলিশ জানিয়েছিল, প্রায় ৩ লাখ মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। 

বার্তা সংস্থা পিএর এক প্রতিবেদককে সমাবেশে যুক্তরাজ্যের সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ভক্সহলে বিক্ষোভে অংশ নিয়ে ম্যাকডোনেল বলেন, লেবার পার্টির প্রধান কেইর স্টার্মারকে গাজায় যুদ্ধবিরতির দাবির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এই বিক্ষোভকে এই দাবির পক্ষে ‘বিশাল সমর্থন’ বলে বর্ণনা করেন তিনি।

গাজায় গত ৩৫ দিনের স্থল ও বিমান হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। জাতিসংঘ বলছে, গাজায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। নারী ও শিশু হত্যা বন্ধের দাবি জানিয়েছেন ইসরায়েলের মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। বিক্ষোভ চলছে পুরো ইউরোপ ও আমেরিকায়।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট