হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত ৩০ 

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। পুলিশ জানিয়েছে, ট্রেনটি মিউনিখের দিকে যাওয়ার পথে গার্মিশ-পার্টেনকির্চেনের কাছে তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে অনেক শিক্ষার্থী ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

তদন্তকারীরা বলেছেন, তাঁরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। 

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

গার্মিশ-পার্টেনকির্চেন স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে জার্মান ফেডারেল পুলিশের মুখপাত্র স্টেফান সোনট্যাগ বলেছেন, ওই ট্রেনে মোট যাত্রীই ছিল ৬০ জন। 

সোনট্যাগ সাংবাদিকদের বলেছেন, ‘আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে বাভারিয়ার পরিবহন মন্ত্রী ক্রিশ্চিয়ান বার্নরাইটার বলেছেন, ‘দুর্ঘটনাটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে।’ 

বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। দুর্ঘটনাস্থলে ছয়টি হেলিকপ্টার দেখা গেছে। পুলিশ জানিয়েছে, ট্রেনের ভেতরে যাঁরা আটকা পড়েছেন, তাদের জানালা দিয়ে বের করে আনা হচ্ছে। ট্রেনের যাত্রীদের অনেকেই সম্ভবত গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে ভ্রমণে বের হয়েছিলেন। 

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম