রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই বন্ধ হওয়ার ইঙ্গিত মিলছে না। আগামী ২০২৩ সালেও যুদ্ধ বন্ধের কোনো সুখবর নেই। আসছে ২০২৩ সালের খসড়া বাজেটে ইউক্রেন যুদ্ধের জন্য মোট বাজেটের ৩০ শতাংশেরও বেশি অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে রাশিয়া।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের খসড়া বাজেটে ‘প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইন প্রয়োগের’ জন্য ১৪৩ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের বাজেটে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া যে পরিমাণ বরাদ্দ রেখেছিল আগামী ২০২৩ সালের খসড়া বাজেটে ইউক্রেন যুদ্ধের জন্য বরাদ্দ বেশি রাখা হয়েছে।
যুক্তরাজ্যের নিয়মিত গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের ব্যয় বাড়াতে গিয়ে অন্যান্য খাত সামলাতে হিমশিম খাবে রাশিয়া। এতে দেশটির ওপর ক্রমবর্ধমান চাপ বাড়বে।
উল্লেখ্য, ইউক্রেনের ভূখণ্ডে এখনো হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার হামলায় ইউক্রেনের বন্দর শহর ওদেসায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওদেসা ও আশপাশের অঞ্চলে ১৫ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ নেই। বর্তমান পরিস্থিতিকে তিনি খুব কঠিন বলে বর্ণনা করেন।