হোম > বিশ্ব > ইউরোপ

এক মাসের যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন, দাবি ন্যাটোর

এক মাস ধরে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়ার সেনাবাহিনী। এই যুদ্ধে এ পর্যন্ত ৭ হাজার থেকে ১৫ হাজার সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গত বুধবার বার্তা সংস্থা এপির কাছে তিনি এ দাবি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, এক মাসের এই যুদ্ধে প্রায় ৩০ থেকে ৪০ হাজার রুশ সেনা আহত হয়েছেন। 

প্রসঙ্গত, আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে রাশিয়ার ১৫ হাজার সৈন্য নিহত হয়েছিলেন। 

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের কত সৈন্য নিহত হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘যুদ্ধে ১ জারা ৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন।’ 

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পরপরই স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। আজ ২৪ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক মাসে গড়াল। বেশ কয়েকবার দুই দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার