হোম > বিশ্ব > ইউরোপ

দুরভের গ্রেপ্তারে বাইডেনের হাত আছে, সন্দেহ প্রকাশ ইলন মাস্কের

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি একটি বিমানবন্দরের বাইরে থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে। আলোচিত এই গ্রেপ্তার নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্বও বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, এই গ্রেপ্তারের পেছনে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও কলকাঠি নেড়েছেন। 

রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস শুরু করেছিলেন। সেখান থেকেই পরিচালনা করতেন টেলিগ্রাম সংস্থাটি। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও তাঁর ফরাসি নাগরিকত্ব রয়েছে। গত ২৪ আগস্ট তাঁকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়। 

দুরভকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে চুরি মাল গ্রহণ, অর্থ পাচার, প্রতারণা, সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের মতো বেশ কয়েকটি অভিযোগ এনেছে ফরাসি কর্তৃপক্ষ। অভিযোগ আনা হয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অবৈধ কার্যকলাপেরও।

দুরভের গ্রেপ্তার নিয়ে নানা তত্ত্বের মধ্যে এবার নিজের ধারণাটিও প্রকাশ করলেন টেসলার সিইও ইলন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স মাধ্যমে ইতিপূর্বে তিনি দুরভকে সমর্থন করে টুইটও করেছিলেন। এবার তাঁর গ্রেপ্তারের পেছনে বাইডেন প্রশাসনের হাত থাকতে পারে বলেও মত দিয়েছেন মাস্ক। 

শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন ইলন মাস্ক। ভিডিওতে দেখা যায়, ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে দুরভের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ। ২ ঘণ্টারও বেশি সময়ের ওই ভিডিওটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে কার্লসন লিখেছেন, ‘টেলিগ্রামের সিইও পাভেল দুরভের গ্রেপ্তারে কি বাইডেন প্রশাসন জড়িত ছিল? ব্যাখ্যা করেছেন মাইক বেঞ্জ।’ 

কার্লসনের পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘বিষয়টি ভেবে দেখার মতো।’ 

সাক্ষাৎকারে বেঞ্জ বলেছেন, দুরভকে গ্রেপ্তারের শুরু দিকেই তিনি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে সন্দেহ করেছিলেন। তবে এই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ নেই।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত