কদিন আগেই তুরস্কে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এবার দেশটি বন্যার কবলে পড়েছে। এরই মধ্যে বন্যায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আজ বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তাদের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। গৃহহীন হয়ে পড়া হাজার হাজার মানুষের দুর্ভোগ বাড়ছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
গভর্নর সালিহ আয়হান জানান, প্রতিবেশী সানলিউরফা প্রদেশে বন্যায় আরও চারজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে দুই দমকলকর্মী।
ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। বন্যার পানিতে গাড়িগুলোকে ভেসে যেতে দেখা যায়।
উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় দুই লাখের বেশি ভবন।