হোম > বিশ্ব > ইউরোপ

জর্জিয়ার স্কি রিসোর্টে মিলল এগারো ভারতীয়সহ ১২ জনের মৃতদেহ

জর্জিয়ার বিখ্যাত একটি পর্যটনকেন্দ্র গুদাউরি স্কাই রিসোর্ট। ছবি: সংগৃহীত

জর্জিয়ার বিখ্যাত একটি স্কি রিসোর্টে মৃত অবস্থায় পাওয়া গেছে ১২ জনকে। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, গুদাউরি স্কি রিসোর্টের একটি রেস্তোরাঁর দ্বিতীয় তলার একটি ঘর থেকে ১১ জন ভারতীয় এবং একজন জর্জিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুদাউরি জর্জিয়ার বৃহত্তম এবং উচ্চতম স্কি রিসোর্ট। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল জর্জিয়া।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘প্রাথমিক পরীক্ষায় মৃতদেহগুলোর ওপর কোনো ধরনের সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনাটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’

পুলিশ আরও জানায়, শুক্রবার বিদ্যুৎ চলে যাওয়ার পর একটি তেলচালিত জেনারেটর চালু করা হয়েছিল দালানটিতে। নিহতরা সবাই ওই রেস্তোরাঁর কর্মচারী ছিলেন।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় এই ১২ জনের মৃত্যু হয়ে থাকতে পারে।

গত শনিবার রিসোর্টে অবস্থিত একটি ভারতীয় রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের জন্য একটি মামলা দায়ের করেছে।

গুদাউরি স্কি এবং স্নোবোর্ডিং করতে পছন্দ করেন এমন মানুষদের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের শীতকালীন খেলা বা অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। জায়গাটিতে ২০২৩ সালে ৩ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

এর ইতিহাস উনিশ শতকে ফিরিয়ে নিয়ে যায়, যখন এটি প্রাচীন জর্জিয়ান সামরিক সড়কের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। শুধু তাই নয়, এটি রাশিয়া এবং জর্জিয়াকে সংযুক্ত করেছিল।

গুদাউরি ককেশাস পর্বতমালায় অবস্থিত এবং এটি মৎসখেতা-মতিয়ানেতি অঞ্চলে প্রায় ২ হাজার ২০০ মিটার (৭,২০০ ফুট) উচ্চতায় অবস্থিত। জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে জায়গাটির দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল)।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট