হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে সহায়তা দেওয়ার অঙ্গীকার ন্যাটোর 

আটলান্টিক সাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো ইউক্রেনকে সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। ন্যাটোর সদস্য দেশগুলো বুধবার জানিয়েছে, তারা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে, পাশাপাশি যুদ্ধে ফলে সৃষ্ট ‘নতুন বাস্তবতার’ সঙ্গে ন্যাটোর নিজস্ব ‘নিরাপত্তা ব্যবস্থা’ খাপ খাইয়ে নেবে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দেওয়ার আগে বলেছেন, ‘আমরা (ন্যাটো) ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা তাদের আত্মরক্ষার প্রচেষ্টাকে বলীয়ান করতে তাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখব।’ 

ইউক্রেনীয়দের নিজেদের আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী কাইসা ওলংগ্রিয়েন সাংবাদিকদের বলেছেন, ‘ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে।’ 

যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে দীর্ঘ সময় দেশটি ন্যাটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছে। তবে গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে, তিনি মস্কো সঙ্গে ন্যাটোর সদস্যপদ বিষয়ে সমঝোতা করতে প্রস্তুত এবং তাঁরা ন্যাটোর সদস্য হতে চান না। এ প্রসঙ্গে ইউক্রেনের সরকার মঙ্গলবার বলেছে—তাঁরা বুঝতে পেরেছে যে ন্যাটোর সদস্যপদ পাওয়ার দরজা তাঁদের জন্য খোলা নেই। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে কূটনীতিকেরা ও সামরিক বিশ্লেষকেরা অনুমান করছেন যে—গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনে ২০ হাজারেরও বেশি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র সহায়তা পাঠিয়েছে। 

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস