হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার নয়, পোল্যান্ডে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র ইউক্রেনের: ওয়ারশ 

পোল্যান্ডের প্রজেওদোতে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার নয়, ইউক্রেনেরই ছিল বলে জানিয়েছে ওয়ারশ এবং ন্যাটো। স্থানীয় সময় আজ বুধবার ন্যাটোর মহাসচিব এবং পোল্যান্ডে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিক্ষিপ্ত হয়েছিল বলে নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ন্যাটো এবং ওয়ারশের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করায় রাশিয়া এবং ন্যাটো-পশ্চিমা বিশ্বের মধ্যে এই ইস্যুতে কিছুটা হলেও কমবে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ‘আমাদের এবং আমাদের মিত্রদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে, তা থেকে জানা যায় যে—এটি সোভিয়েত ইউনিয়নে তৈরি একটি এস-৩০০ রকেট ছিল। এটি অনেক একটি পুরোনো রকেট এবং রাশিয়ার পক্ষ থেকে এই রকেট উৎক্ষেপণের কোনো প্রমাণ নেই।’ তিনি আরও বলেন, ‘এটি খুব সম্ভবত ইউক্রেনীয় বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল।’

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘কিয়েভ নয় মস্কোকেই দোষ দিতে হবে। কারণ তারাই প্রথমে যুদ্ধ শুরু করেছে এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আক্রমণ চালিয়েছে।’ ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘এটি ইউক্রেনের দোষ নয়। রাশিয়াই ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ায় এই হামলার চূড়ান্ত দায় বহন করে।’

এদিকে, রাশিয়ার দাবি—স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার জন্য ইউক্রেনই দায়ী। মস্কোর দাবি, রাশিয়ার মিসাইল ঠেকাতে ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারই কোনো একটি গিয়ে পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট