হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধ: পোপের অভিযোগের তির পশ্চিমের দিকেই

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া এবং তা এখনো চলতে থাকার পেছনে পশ্চিমের দিকেই অভিযোগের তির তাক করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ হয় ইচ্ছে করেই শুরু করা হয়েছে নয়তো ইচ্ছে করেই তা থামানো হয়নি। মঙ্গলবার ইতালির সংবাদপত্র লা স্তাম্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এ কথা বলেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে পোপ ফ্রান্সিস বলেন, ‘এই যুদ্ধে আমরা যা দেখছি তা হলো রাশিয়ার সৈন্য এবং ভাড়াটে যোদ্ধাদের নির্মমতা এবং নৃশংসতা।’ এর আগেও পোপ একাধিকবার অভিযোগ করেছেন, রাশিয়া চেচনিয়া এবং সিরিয়া থেকে আসা ভাড়াটেদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে যুদ্ধ করাচ্ছে। 

পোপ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি তা হলো—নারকীয় ধ্বংসযজ্ঞ। কিন্তু এই যুদ্ধের পেছনে যে নাটক চলছে তা আমরা দেখতে পারছি না। যুদ্ধ হয় ইচ্ছে করেই শুরু করা হয়েছে, না হয় ইচ্ছা করেই তা বন্ধ করা হচ্ছে না। এবং আমি দেখতে পারছি, এই সময় বিভিন্ন অস্ত্রের পরীক্ষা এবং বিক্রি বেড়ে চলেছে। এটি খুবই দুঃখজনক।’ 

পোপ সাক্ষাৎকারে আরও বলেন, তিনি পুতিনের পক্ষে নন। বরং তিনি সব ধরনের জটিলতা পরিহার করে ভালো এবং মন্দের স্পষ্ট পার্থক্য টানার পক্ষে। তিনি বলেন, ‘আমরা হয়তো এখন রাশিয়ার সেনাদের নির্মমতা দেখছি কিন্তু সমস্যা সমাধানে তাদেরও সঙ্গে নিতে হবে।’ 

পোপ ফ্রান্সিস একজন রাষ্ট্রপ্রধানের কথা ইঙ্গিত করে বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগে তিনি ‘একজন রাষ্ট্রপ্রধানের’ সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যিনি ‘ন্যাটো যেভাবে রাশিয়ার দিকে এগিয়ে চলেছে—তা নিয়ে খুব চিন্তিত ছিলেন। 

পোপ বলেন, ‘আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম তিনি চিন্তিত কেন। তিনি আমাকে জবাব দিয়েছিলেন—তারা (ন্যাটো) রাশিয়ার দোরগোড়ায় গিয়ে ঘেউ ঘেউ করছে। তারা ভুলে গেছে যে—রাশিয়া এখনো সাম্রাজ্যবাদী চরিত্র ধারণ করে এবং কোনোভাবেই বিদেশি শক্তিকে তাঁদের কাছে ঘেঁষতে দেবে না।’ 

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস