হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ‘পবিত্র লড়াইয়ে’ সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি কিমের

উত্তর কোরিয়া সব সময়ই রাশিয়ার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়া সফররত দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি বলেছেন, রাশিয়ার নিরাপত্তাসংশ্লিষ্ট স্বার্থ রক্ষার পবিত্র লড়াইয়ে উত্তর কোরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে এবং থাকবে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাইবেরিয়া অঞ্চলের দূর প্রান্তে অবস্থিত ভস্তকনি কসমোড্রোম সফরে যান কিম জং উন। পরে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি এই বৈঠককে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া বলেও উল্লেখ করেন তিনি। 

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে পবিত্র লড়াই আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নিরাপত্তা স্বার্থ রক্ষার যে ‘পবিত্র লড়াই’, তাতে তাঁর দেশের (উত্তর কোরিয়ার) পূর্ণ ও নিঃশর্ত সমর্থন রয়েছে এবং থাকবে। এ সময় কিম জানান, সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে পিয়ংইয়ং সম সময়ই মস্কোর সঙ্গে থাকবে। 

কিম জং উন বলেন, ‘রাশিয়া বর্তমানে একটি প্রাধান্য বিস্তারকারী শক্তির সঙ্গে নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষায় লড়ছে। এটি করতে গিয়ে রাশিয়ার সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তার প্রতি আমাদের পূর্ণ ও নিঃশর্ত সমর্থন রয়েছে। এই সুযোগে আমি এটিও বলতে চাই, সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে পিয়ংইয়ং সব সময়ই রাশিয়ার সঙ্গে থাকবে।’ 

বৈঠকে কিম জং উন বলেন, তাঁর দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সব সময়ই রাশিয়াকে প্রাধান্য দেবে। তিনি বলেন, ‘আমরা রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ককে সব সময় প্রাধান্য দেব এবং আমাদের পররাষ্ট্রনীতির প্রধান বিষয় হবে এটি।’

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন