হোম > বিশ্ব > ইউরোপ

গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

পশ্চিমারা যদি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে রাশিয়াও তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, ‘রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক বাজারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এতে তেলের মূল্য দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ৩০০ ডলারে পৌঁছে যেতে পারে।’ 

সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় এবং এর জন্য তারা মিত্রদের নিয়ে সম্ভাব্য উপায় খুঁজছে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেলের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় আলেক্সান্ডার নোভাক বলেন, খুব দ্রুত ইউরোপের বাজারে রাশিয়ার তেলের বিকল্প খুঁজে পাওয়া সম্ভব হবে না। অন্তত কয়েক বছর লেগে যাবে এবং ইউরোপের ভোক্তাদের জন্য এটা অনেক বেশি ব্যয়বহুল হবে। 

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর নর্ড স্ট্রিম-২ নামে রাশিয়া-জার্মানির মধ্যে সংযোগকারী একটি নতুন গ্যাস পাইপলাইনের অনুমোদন স্থগিত করেছিল বার্লিন। জার্মানির সেই সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে আলেক্সান্ডার নোভাক বলেন, তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কোও প্রতিশোধ হিসেবে পাল্টা পদক্ষেপ নিতে পারে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট