হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ছবি: অ্যাস্ট্রা নিউজ

রাশিয়ায় বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতের এ হামলায় রাশিয়ার দক্ষিণের শহর সারাতভ ও এঙ্গেলসের দুটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে; স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ বলেন, রাশিয়ার অভ্যন্তরে বড় রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সারাতভের গভর্নর রোমান বুশারিন বলেন, এঙ্গেলস শহরে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমানঘাঁটির এলাকার কাছাকাছি একটি শিল্পপ্রতিষ্ঠান ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুশারিন আরও বলেন, সারাতভ ও এঙ্গেলসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থান থেকে অনলাইন মাধ্যমে ক্লাসে অংশ নিতে বলা হয়েছে।

রাশিয়ার তাতারিস্তানের নিজনেকামস্ক শহরে দেশটির অন্যতম প্রধান তেল শোধনাগার তানেকো রিফাইনারিতে হামলার সাইরেন বাজানোর কথা জানিয়েছে শট টেলিগ্রাম চ্যানেল।

ইস্ট মস্কোর কাছে কাজান শহরে একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলায় আগুন লাগার খবর জানিয়েছে রাশিয়ার অ্যাস্ট্রা নিউজ।

রাশিয়ার শট টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ইউক্রেনের ২০০-র বেশি ড্রোন এবং ৫টি এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রাশিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এসব হামলার কারণে রাশিয়ার বিমান চালনা সংস্থা কজান, সারাতভ, পেঞ্জা, উলিয়ানোভস্ক এবং নিজনেকামস্ক শহরের বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে ইউক্রেনের এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ইউক্রেনের ১১টি অঞ্চলে রাশিয়ার নিক্ষেপ করা ৮০টি ড্রোনের মধ্যে ৫৮টি ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। কিয়েভ বলছে, সেন্সর জ্যামিংয়ের মাধ্যমে রাশিয়ার ২১টি ড্রোন রাডার থেকে সরিয়ে দিয়েছে তারা।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট