হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ঘাঁটিতে আরও দুটি যুদ্ধবিমানে আঘাত করল ইউক্রেন

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমান। ছবি: দ্য গার্ডিয়ান

ইউক্রেনের বিশেষ বাহিনী গভীর রাতে রাশিয়ার একটি বিমানঘাঁটিতে অভিযান চালিয়ে দুটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে। এই হামলা এমন এক সময় ঘটেছে, যখন রুশ বাহিনী ধীরে ধীরে ইউক্রেনের সম্মুখ সমর অঞ্চলগুলোতে অগ্রসর হচ্ছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, নীজনি নভগোরদ অঞ্চলে সাভাস্লেয়কা বিমানঘাঁটিতে ওই গোপন অভিযান চালানো হয়, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ মাইল দূরে অবস্থিত। এই ঘাঁটি থেকে রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমানগুলো পরিচালনা করা হয়। এসব বিমান কিনঝাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং ইউক্রেনের সেনা ও শহরগুলোর ওপর হামলায় ব্যবহৃত হচ্ছে।

জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, শত্রুপক্ষের দুটি যুদ্ধবিমান (সম্ভবত মিগ-৩১ এবং সু-৩০/৩৪) আঘাতপ্রাপ্ত হয়েছে।’ তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।

একই সময়ে, চেবক্সারিতে ইউক্রেনের ড্রোন হামলায় একটি সামরিক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, এটি ছিল ভিএনআইআইআর-প্রোগ্রেস প্ল্যান্ট, যেখানে কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নির্ভুল লক্ষ্য নির্ধারণের যন্ত্রাংশ তৈরি হয়। অন্তত দুটি ড্রোনের আঘাতে এই কারখানায় বড় ধরনের আগুন লাগে এবং রাশিয়ার বেসামরিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে স্থানীয় গভর্নর ওলেগ নিকোলায়েভ জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে উৎপাদন স্থগিত রাখা হয়েছে।

এদিকে, বন্দী বিনিময়ের চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ শেষ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২৫ বছরের নিচে এবং গুরুতর আহত সেনাদের একাংশ বিনিময় করা হয়েছে। সম্পূর্ণ চুক্তি অনুযায়ী ১ হাজার ২০০ বন্দী ও মৃতদেহ বিনিময় হলে এটি হবে যুদ্ধকালীন সর্ববৃহৎ বিনিময়।

একই সময়ে রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই হামলায় ইউক্রেনের একাধিক শহরে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪৭৯টি ড্রোন ও প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ২৭৭টি ড্রোন ও ১৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

সবচেয়ে বড় হামলা হয়েছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে। সেখানে একজন নিহত হয়েছেন। ডুবনো বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও সামাজিক মাধ্যমে তথ্য ছড়ায়। এটি ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানের ঘাঁটি বলে ধারণা করা হলেও স্বাধীনভাবে তা যাচাই করা যায়নি।

এ ছাড়া সম্মুখ সমরে রুশ অগ্রগতি দেখা গেছে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক ও উত্তর-পূর্ব সুমি অঞ্চলে। সুমি শহর থেকে মাত্র ১৮ মাইল দূরে অবস্থান করছে রুশ বাহিনী। তবে সুমি অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এখনই শহর খালি করার প্রয়োজন নেই। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

তবে দোনেৎস্ক হয়ে রুশ বাহিনী দিনিপ্রোপেট্রভস্কে প্রবেশ করেছে বলে মস্কোর দাবি অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর আন্দ্রি কোভালেভ বলেছেন, ‘তারা দিনিপ্রোপেট্রভস্কে প্রবেশ করেনি, লড়াই চলছে দোনেৎস্কেই।’

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার