হোম > বিশ্ব > ইউরোপ

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া

রাশিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ২২ হাজার ২৭৭ জন। এ নিয়ে রাশিয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৮৬৪ জনে। যা ইউরোপে সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৫৭ হাজার ৬৭৮। রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ায় করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। রাজধানী মস্কোসহ প্রায় পুরো দেশেই ডেলটার প্রকোপ বেড়েছে। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রোস্টাটের ধারণা, গত জুন পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসের কারণে তিন লক্ষাধিক প্রাণহানি হয়েছে। 

উল্লেখ্য, করোনায় বিশ্বে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের তালিকার চতুর্থস্থানে রয়েছে রাশিয়া। গত জুন থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ শুরুর পর শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

দেশটির সরকারি তথ্য অনুয়ায়ী, গত শুক্রবার পর্যন্ত রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে ৩ কোটি জনগণকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৬৭৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৩ লাখ ৫৩ হাজার ৮৩১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৫৯৪ জন।   

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার