হোম > বিশ্ব > ইউরোপ

ইইউর সদস্য প্রার্থীর মর্যাদা পেল ইউক্রেন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার জন্য প্রার্থী হওয়ার মর্যাদা অর্জন করেছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা প্রদানের পক্ষে ভোট দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইটার পোস্টে বলেছেন, ‘ইউক্রেন ভবিষ্যতে ইইউর অংশ হবে।’ অন্যদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল এই মুহূর্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ উল্লেখ করে বলেছেন, ‘আমাদের ভবিষ্যৎ এখন একসঙ্গে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকে কিয়েভ সরকারের আবেদনের অনুমোদন রাশিয়াকে ক্ষুব্ধ করবে। এদিকে মলদোভাওকেও ইইউর প্রার্থী হওয়ার মর্যাদা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইইউ সাবেক সোভিয়েত ইউনিয়নের গভীরে পৌঁছার ইঙ্গিত দিল।

এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়ে হামলা শুরু করেছিল রাশিয়া। আজ ২৪ জুন সেই অভিযানের চার মাস পূর্তি হলো। 

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের পক্ষে ভোট ছিল ৫২৯টি, বিপক্ষে ৪৫টি এবং অনুপস্থিত ছিল ১৪টি সদস্য। এদিন ইউক্রেন ও মলদোভা ছাড়াও জর্জিয়া ইইউ প্রার্থিতার অনুমোদন পেয়েছে। 

ভোটাভুটির পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন টুইটারে বলেছেন, ‘আজ ইউরোপের জন্য একটি অসাধারণ দিন।’ 

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইইউ সদস্যপদ লাভের জন্য দেশগুলোকে অবশ্যই আইনের শাসন, গণতান্ত্রিক নীতির প্রতি অঙ্গীকার এবং রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং দুর্নীতি দমন করতে হবে। 

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন