হোম > বিশ্ব > ইউরোপ

বোমা বর্ষণের আগে জনগণকে কিয়েভ ত্যাগ করতে বলল রাশিয়া

কিয়েভের বাসিন্দাদের শহর ত্যাগ করতে বলেছে রাশিয়ার সেনাবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনে আক্রমণ পরিচালনার কৌশল পরিবর্তনের অংশ হিসেবে রুশ সমরবিদেরা ইউক্রেনের শহরাঞ্চলগুলোতে বোমাবর্ষণ বৃদ্ধির ঘোষণা দেন। তারই অংশ হিসেবে বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কিয়েভ খালি করতে বলেছে রুশ বাহিনী। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাবাহিনী কিয়েভে অবস্থিত ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। তাই এ ধরনের লক্ষ্যবস্তুর কাছাকাছি থাকা বাসিন্দাদের তাঁদের বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। তবে ৩০ লাখের অধিক লোক বসবাসকারী এই শহরের ঠিক কোন কোন এলাকায় রুশ হামলা হবে তা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি। 

এ দিকে, কিয়েভের সরকারি কম্পাউন্ড থেকে বক্তৃতা দিতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনায় কোনো অগ্রগতি চাইলে রাশিয়াকে অবশ্যই ‘ইউক্রেনের জনগণের ওপর বোমা হামলা বন্ধ করতে হবে’। 

রয়টার্স-সিএনএনকে যৌথভাবে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনের ওপর রাশিয়ার বিমান হামলা থামাতে নো-ফ্লাই জোন আরোপে করার আহ্বান জানিয়েছিলেন ন্যাটোর কাছে। তবে ন্যাটো এই আহ্বান নাকচ করে দিয়েছে। 

অপরদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো জানিয়েছেন, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ রকেট হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এর আগেও, গত সোমবার খারকিভে একই ধরনের হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হন। 

কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ সেনাবাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে প্রযুক্তিগত স্থাপনাগুলোতে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা হলো। এর আগে, রুশ সেনাবাহিনী কিয়েভে হামলা চালানোর ঘোষণা দিয়ে নাগরিকদের শহর ত্যাগের আহ্বান জানায়। 

এ দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী বেশ কিছু এলাকা থেকে পশ্চাদপসরণ করলেও পরিস্থিতি এখনো সংকটাপন্ন। বিবিসির পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ওই কর্মকর্তা আরও জানান, রাশিয়ান সৈন্যদের মনোবলের ঘাটতি রয়েছে বলে তাঁদের কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও জানান, রুশরা যুদ্ধের ছয় দিনেও ইউক্রেনের আকাশ সীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এমনকি রুশরা মারিউপোল বন্দর দখল করতে পারেনি বলেও জানান তিনি। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার