হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপীয় ইউনিয়নকে ‘সাম্রাজ্যবাদী’ বললেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী 

ইউরোপীয় ইউনিয়ন ছোট দেশগুলোর প্রতি সাম্রাজ্যবাদী মনোভাব প্রদর্শন করে। এমনই অভিযোগ তুলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি। স্থানীয় সময় আজ বুধবার জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই দাবি করেন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী তাঁর নিবন্ধে ইউরোপীয় ইউনিয়নে গৃহীত সব সিদ্ধান্ত আরও বেশি ঐকমত্যের ভিত্তিতে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বর্তমানে আমরা যে রাজনৈতিক অবস্থান দেখছি তাতে স্পষ্ট যে, এখানে ফ্রান্স এবং জার্মানির মতো দেশকেই বেশি প্রাধান্য দেওয়া হয়।’ 

মাতেউস মোরাভিয়েস্কি আরও লিখেন, ‘তার মানে হলো—আমরা এখানে এক ধরনের আনুষ্ঠানিক গণতন্ত্র যা প্রকৃতপক্ষে একধরনের অভিজাততন্ত্র চর্চা করছি। যেখানে শক্তিশালীরাই ক্ষমতা দখল করে রাখে।’ তিনি আরও বলেন, তাই আমাদের রাশিয়ার সাম্রাজ্যবাদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়তে হবে। 

পোল্যান্ডে ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ল অ্যান্ড জাস্টিস পার্টির (পিআইএস) সরকার আইনের শাসনের ইস্যুতে ব্রাসেলসের সঙ্গে একাধিকবার বাদানুবাদে লিপ্ত হয়েছে। দলটি বারবার অভিযোগ করে বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী সংস্কারের আহ্বান জানিয়েছেন, যেখানে সকলের মঙ্গল এবং ভারসাম্য বজায় রাখাকে ইউরোপীয় ইউনিয়নের মূলনীতি হবে।

এদিকে, পোল্যান্ডের ক্ষমতাসীন দলের রাজনীতিবিদেরা বলেছেন, তাঁরা কোভিড মহামারি পুনরুদ্ধারের তহবিলে তাদের জন্য বরাদ্দকৃত অংশ না পেলে ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা জবাব দেবেন। তবে, ব্রাসেলস ইঙ্গিত দিয়েছে যে, তাঁরা পোল্যান্ডের সর্বশেষ বিচার বিভাগীয় সংস্কারে সন্তুষ্ট নয়। ফলে, শিগগিরই ওয়ারশ এই তহবিল পাবে বলে মনে হচ্ছে না।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন