হোম > বিশ্ব > ইউরোপ

১০ সপ্তাহ পর কমে যায় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার কার্যকারিতা: গবেষণা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের করোনাভাইরাসের টিকা নেওয়ার ১০ সপ্তাহ বা আড়াই মাস পর এর কার্যকারিতা কমে যায়। ছয় সপ্তাহ পর থেকেই এই দুটি টিকা করোনার বিরুদ্ধে কম কাজ করতে শুরু করে। ১০ মাস পরে আগের চেয়ে ৫০ শতাংশ কম কাজ করে। ল্যানসেটের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 

 ১৮ এবং এর চেয়ে বেশি বয়সী ৬০০ জনের ওপর গবেষণা করে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা বলছেন, এভাবে অ্যান্টিবডির কার্যকারিতা কমতে থাকলে করোনার নতুন ধরন নিয়ে শঙ্কা তৈরি হবে। তবে অ্যাস্ট্রাজেনেকার চেয়ে ফাইজার বেশি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে বলে জানান তাঁরা। যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের চেয়ে যারা টিকা নিয়েছেন তাঁদের দেহের অ্যান্টিবডি করোনার বিরুদ্ধে অধিক কার্যকর। 

গবেষক দলের ইউসিএল ইনস্টিটিউটের সদস্য মধুমিতা শ্রুত্রি এনডিটিভিকে জানান, ‘প্রাথমিক পর্যায়ে এই দুই টিকা দারুণ কাজ করে। কিন্তু দুই-তিন মাস পর এটি দুর্বল হতে থাকে।’ বুস্টার ডোজ নিয়ে ভাবার সময় এসেছে বলেও জানান তাঁরা। বিশেষ করে যাদের বয়স ৭০ কিংবা এর বেশি, তাঁদের ক্ষেত্রে বুস্টার ডোজ কাজ করতে পারে বলে প্রাথমিক পর্যায়ে ধারণা করেন এ গবেষক দল। 
 
অন্যদিকে, সিনোভ্যাক্সের করোনার টিকার অ্যান্টিবডির কার্যকারিতা ছয় মাস পর কমতে থাকে। চীনের একটি গবেষক দলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের ওপর এক গবেষণা থেকে এই তথ্য জানা যায়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে সময় হিসাব করা হয়। গত রোববার এ সংক্রান্ত গবেষণাটি গণমাধ্যমে প্রকাশ করা হয়। 

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস