হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ার ভাড়াটে সৈন্য নিয়োগের অভিযোগ

ইউক্রেনে যুদ্ধ করার জন্য সিরিয়া থেকে দক্ষ সৈন্য ভাড়া করে এনেছে রাশিয়া—এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিটের বরাত দিয়ে আজ সোমবার এ ধরনের একটি খবর প্রকাশ করছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রধান শহরগুলো দখল করার জন্য রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে মস্কো। এ অবস্থায় রুশ সরকার সিরিয়া থেকে দক্ষ যোদ্ধা এনে ইউক্রেনে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে কতজন যোদ্ধাকে রাশিয়া ভাড়া করে এনেছে এ তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তাঁরা। 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলেন, সিরীয় যোদ্ধাদের কেউ কেউ ইতিমধ্যে রাশিয়া পৌঁছে গেছেন এবং ইউক্রেনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 

সিরিয়ার প্রকাশনামাধ্যম দেইর ইজর বলেছে, রাশিয়া ২০০ থেকে ৩০০ ডলার বেতনের মধ্যে সিরিয়া থেকে কিছু স্বেচ্ছাসেবক নেওয়ার প্রস্তাব দিয়েছে। এই স্বেচ্ছাসেবকদের তারা ইউক্রেনে ছয় মাসের জন্য প্রহরী হিসেবে নিয়োগ দিতে চায়। 

মস্কোর কর্মকর্তারা বিশ্বাস করেন যে সিরিয়ায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের কারণে সেখানে অনেক দক্ষ নগরযোদ্ধা তৈরি হয়েছে। ইউক্রেনের শহরগুলো দখল করার জন্য তাদের অভিজ্ঞতা ও পেশিশক্তি কাজে লাগানো যেতে পারে। 

এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্লাদিমির পুতিন এখন সিরীয়দের প্রতি আগ্রহী যারা শহুরে লড়াইয়ে অভিজ্ঞ, যাতে করে রুশ বাহিনী রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে। 

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ আজ দ্বাদশ দিনে গড়িয়েছে। ইউক্রেনের বন্দরনগরী খেরসন, গুরুত্বপূর্ণ শহর মারিউপোল এবং সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিলেও রাজধানীশহর এখনো দখলে নিতে পারেনি রুশ সেনারা। ইউক্রেন বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে রুশ সেনাদের বিশাল সাঁজোয়াবহর রাজধানী কিয়েভের বাইরে আটকে আছে। মার্কিন গোয়েন্দারা আগেই জানিয়েছিল যে রাশিয়া আরও এক হাজার ভাড়াটে সেনা মোতায়েন করবে, যাতে কিয়েভ দখল সহজ হয়। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার