হোম > বিশ্ব > ইউরোপ

শামীমার যুক্তরাজ্যের নাগরিকত্ব ফিরে পাওয়ার আবেদন খারিজ

কিশোর বয়সে ইরাকের ইসলামিক স্টেটে যোগ দেওয়া শামীমা বেগমের যুক্তরাজ্যের নাগরিকত্ব ফিরে পাওয়ার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যদিও যুক্তরাজ্যের আইনে এ আবেদন গৃহীত হওয়ার জন্য যৌক্তিক কারণ ছিল।

এ রায়ের বিষয়ে বিচারপতি জে বিবিসিকে বলেন, আধা-গোপন আদালতে এ আপিল সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। তবে শামীমার আইনজীবিরা বলেছেন, মামলাটি এখানেই শেষ নয়, এ রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে।

এই রায়ের ফলে ২৩ বছর বয়সী শামীমা আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না এবং তাঁকে উত্তর সিরিয়ার একটি শিবিরে অবরুদ্ধ জীবন–যাপন করতে হবে।

বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালে ইসলামিক স্টেটে যোগ দিতে যখন ব্রিটেন ছেড়েছিলেন তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। সিরিয়ায় আসার পর তিনি ইসলামিক স্টেটের ডাচ সদস্য ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন। সেখানে তাঁর তিনটি সন্তান হয়, যাদের সবাই মারা গেছে। এরপর তাঁর স্বামীও একটি কুর্দি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন বলে জানা যায়।

২০১৯ সালে যুক্তরাজ্যর তৎকালীন স্বরাষ্ট্রসচিব সাজিদ জাভিদ শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছিলেন। এরপর থেকই তিনি উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন।

শামীমা বেগম যুক্তরাজ্যের নিরাপত্তার প্রতি হুমকি বলে মন্ত্রীদের পরামর্শ পাওয়ার পর স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশন এ রায় দিয়েছে। যদিও শামীমার আইনজীবীরা জোরালো যুক্তি উপস্থাপন করেছিলেন, কিশোর শামীমা কীভাবে বয়স পাচারের শিকার ছিলেন।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার