হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে আরও ২৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

চলমান যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনকে শুরু থেকেই বড় ধরনের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সবশেষ কিয়েভের জন্য ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে এই সামরিক সহায়তা প্যাকেজে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই অস্ত্রসহায়তার ঘোষণা দেয় পেন্টাগন। নতুন সহায়তা প্যাকেজে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া যান, ৫৯টি ব্র্যাডলি ফাইটিং যান অন্তর্ভুক্ত থাকবে। এর আগের প্যাকেজে ৫০টি ব্র্যাডলি অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য কিয়েভকে ১০০টির বেশি এই সামরিক যান দেওয়া হবে। 

সবশেষ সামরিক সহায়তার প্যাকেজে হিমার্স রকেট সিস্টেমের জন্য প্রচুর গোলাবারুদও থাকছে। হিমার্স হচ্ছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। এই হিমার্সের মাধ্যমে রুশ বাহিনীর অস্ত্রের ডিপো ও পোস্টে হামলা চালিয়ে বড় ধরনের প্রভাব ফেলেছে ইউক্রেনের সেনারা। এ পর্যন্ত বেশ কয়েকটি হিমার্স রকেট ইউক্রেনকে দিয়েছে বাইডেন প্রশাসন। এ ছাড়া রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে বলেও জানিয়েছে পেন্টাগন। 

এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের বিভিন্ন মিত্র দেশও ইউক্রেনকে নিয়মিত অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করছে। সম্প্রতি দেশটিকে অত্যাধুনিক ট্যাংকসহ আরও ভারী অস্ত্র দেওয়া নিয়েও আলোচনা চলছে। ইউরোপের একাধিক দেশ কিয়েভে অত্যাধুনিক ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে। ফ্রান্স, পোল্যান্ড ও যুক্তরাজ্য সম্প্রতি ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ফিনল্যান্ডও ট্যাংক পাঠানোর কথা ভাবছে। এ ছাড়া ইউক্রেনের প্রতি সমর্থন জোরালো করার অংশ হিসেবে ট্যাংক ও অতিরিক্ত কামান পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন