হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন রাজনৈতিক সদিচ্ছা দেখালে সংকট আগামীকালই শেষ হবে: ক্রেমলিন 

কিয়েভ যদি রাশিয়ার সঙ্গে চলমান সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করে তবে আগামীকালের মধ্যেই সংকট শেষ হয়ে যাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ক্রেমলিনের পেশকভ বলেছেন, ‘কিয়েভ তার প্রতি রাজনৈতিক সদিচ্ছা দেখালেই ইউক্রেনের সংঘাত আগামীকালের মধ্যেই শেষ হতে পারে।’ পেশকভ আরও বলেছেন, ‘এ ক্ষেত্রে আপনি এখানে আলোচনা চালাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই সংকট শেষ না হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানেন কখন এই সংকট শেষ হতে পারে এবং যদি তার ইচ্ছা থাকে তবে এটি আগামীকালও শেষ হতে পারে।’

পেশকভ জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইটের মন্তব্যেরও সমালোচনা করেছেন। হেবস্ট্রেইট রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আক্রমণের পক্ষে উকালতি করেছিলেন। জার্মান সরকারের বিবৃতির সমালোচনা করে পেশকভ বলেন, ‘এ ধরনের বিবৃতি অবশ্যই নতুন আক্রমণের জন্য কিয়েভকে উৎসাহিত করবে।’ তিনি আরও বলেছেন, ‘অবশ্যই এ ধরনের বিবৃতি আসলে এই কঠিন সময়কে আরও দীর্ঘায়িত করে এবং তা কোনোভাবেই সমস্যার সমাধানে অবদান রাখে না।’

তবে এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েনের দরকার নেই। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এই কথা বলেছেন।

পুতিন বলেন, ‘বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময় ভালো অবশ্যই এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে।’ একই সঙ্গে তিনি বলেছেন, গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরু করার পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট