হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন রাজনৈতিক সদিচ্ছা দেখালে সংকট আগামীকালই শেষ হবে: ক্রেমলিন 

কিয়েভ যদি রাশিয়ার সঙ্গে চলমান সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করে তবে আগামীকালের মধ্যেই সংকট শেষ হয়ে যাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ক্রেমলিনের পেশকভ বলেছেন, ‘কিয়েভ তার প্রতি রাজনৈতিক সদিচ্ছা দেখালেই ইউক্রেনের সংঘাত আগামীকালের মধ্যেই শেষ হতে পারে।’ পেশকভ আরও বলেছেন, ‘এ ক্ষেত্রে আপনি এখানে আলোচনা চালাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই সংকট শেষ না হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানেন কখন এই সংকট শেষ হতে পারে এবং যদি তার ইচ্ছা থাকে তবে এটি আগামীকালও শেষ হতে পারে।’

পেশকভ জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইটের মন্তব্যেরও সমালোচনা করেছেন। হেবস্ট্রেইট রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আক্রমণের পক্ষে উকালতি করেছিলেন। জার্মান সরকারের বিবৃতির সমালোচনা করে পেশকভ বলেন, ‘এ ধরনের বিবৃতি অবশ্যই নতুন আক্রমণের জন্য কিয়েভকে উৎসাহিত করবে।’ তিনি আরও বলেছেন, ‘অবশ্যই এ ধরনের বিবৃতি আসলে এই কঠিন সময়কে আরও দীর্ঘায়িত করে এবং তা কোনোভাবেই সমস্যার সমাধানে অবদান রাখে না।’

তবে এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েনের দরকার নেই। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এই কথা বলেছেন।

পুতিন বলেন, ‘বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময় ভালো অবশ্যই এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে।’ একই সঙ্গে তিনি বলেছেন, গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরু করার পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা