হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন রাজনৈতিক সদিচ্ছা দেখালে সংকট আগামীকালই শেষ হবে: ক্রেমলিন 

কিয়েভ যদি রাশিয়ার সঙ্গে চলমান সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করে তবে আগামীকালের মধ্যেই সংকট শেষ হয়ে যাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ক্রেমলিনের পেশকভ বলেছেন, ‘কিয়েভ তার প্রতি রাজনৈতিক সদিচ্ছা দেখালেই ইউক্রেনের সংঘাত আগামীকালের মধ্যেই শেষ হতে পারে।’ পেশকভ আরও বলেছেন, ‘এ ক্ষেত্রে আপনি এখানে আলোচনা চালাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই সংকট শেষ না হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানেন কখন এই সংকট শেষ হতে পারে এবং যদি তার ইচ্ছা থাকে তবে এটি আগামীকালও শেষ হতে পারে।’

পেশকভ জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইটের মন্তব্যেরও সমালোচনা করেছেন। হেবস্ট্রেইট রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আক্রমণের পক্ষে উকালতি করেছিলেন। জার্মান সরকারের বিবৃতির সমালোচনা করে পেশকভ বলেন, ‘এ ধরনের বিবৃতি অবশ্যই নতুন আক্রমণের জন্য কিয়েভকে উৎসাহিত করবে।’ তিনি আরও বলেছেন, ‘অবশ্যই এ ধরনের বিবৃতি আসলে এই কঠিন সময়কে আরও দীর্ঘায়িত করে এবং তা কোনোভাবেই সমস্যার সমাধানে অবদান রাখে না।’

তবে এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েনের দরকার নেই। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এই কথা বলেছেন।

পুতিন বলেন, ‘বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময় ভালো অবশ্যই এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে।’ একই সঙ্গে তিনি বলেছেন, গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরু করার পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে