ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত একটি মানসিক হাসপাতাল দখলে নিয়েছে রুশ সেনারা। হাসপাতালটিতে ৬৭০ জন রোগী ছিলেন। ইউক্রেনের সংবাদমাধ্যম হরমাদস্কের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হরমাদস্কের প্রতিবেদনে বলা হয়, কিয়েভের আঞ্চলিক গভর্নর নিশ্চিত করেছেন যে বোরোদিয়াঙ্কার হাসপাতালটি দখল করা হয়েছে।
অলেক্সি কুলেবা বলেন, আমরা বুঝতে পারছি না কীভাবে এই মানুষগুলোকে সরিয়ে নেওয়া যায়, কীভাবে তাদের সাহায্য করা যায়। তাদের পানি ও ওষুধ ফুরিয়ে যাচ্ছে। এরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। তাদের অবিরাম সাহায্যের প্রয়োজন। তাদের মধ্যে অনেকেই বছরের পর বছর ধরে শয্যাশায়ী
হরমাদস্কে জানায়, মানসিক হাসপাতালটিতে রুশ সেনারা মাইন পুতে রেখেছে বলে শঙ্কা রয়েছে।