হোম > বিশ্ব > ইউরোপ

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ঢাকা: গোপনে বিয়ে করে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টারের একটি ক্যাথিড্রালে গতকাল শনিবার রাতে নিজের বাগদত্তা ক্যারি সাইমন্ডসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বরিস। তবে এ নিয়ে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুক্তরাজ্য সময় দুপুর দেড়টায় ক্যাথলিক ক্যাথিড্রালের দরজা বন্ধ হয়ে যায়। বরিস জনসনের বিবাহ অনুষ্ঠানে অনুষ্ঠানে ৩০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, ব্রিটেন জুড়ে চলছে কোভিডের কড়া বিধিনিষেধ। দেশটিতে বিবাহ অনুষ্ঠানে ৩০ জনের বেশি অতিথি আমন্ত্রণে রয়েছে নিষেধাজ্ঞা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, বরিসের এই বিয়ে নিয়ে কোনো খবরই ছিল না তাঁর প্রশাসনিক কর্মকর্তাদের কাছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বাদক দলকে বের হতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই ১০ ডাউনিং স্ট্রিটে বরিস জনসনের সঙ্গে লিভ ইন করতেন ক্যারি। গতবছরই সন্তান লাভ করেন ক্যারি। তবে শোনা গিয়েছিল তাঁরা ২০২২ সালের জুলাই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এর আগেও দু'বার বিয়ে করেছিলেন বরিস। ২০১৮ সালে তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়। যদিও তাঁর ক'জন সন্তান রয়েছে, তা নিয়ে কখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস