হোম > বিশ্ব > ইউরোপ

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ঢাকা: গোপনে বিয়ে করে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টারের একটি ক্যাথিড্রালে গতকাল শনিবার রাতে নিজের বাগদত্তা ক্যারি সাইমন্ডসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বরিস। তবে এ নিয়ে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুক্তরাজ্য সময় দুপুর দেড়টায় ক্যাথলিক ক্যাথিড্রালের দরজা বন্ধ হয়ে যায়। বরিস জনসনের বিবাহ অনুষ্ঠানে অনুষ্ঠানে ৩০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, ব্রিটেন জুড়ে চলছে কোভিডের কড়া বিধিনিষেধ। দেশটিতে বিবাহ অনুষ্ঠানে ৩০ জনের বেশি অতিথি আমন্ত্রণে রয়েছে নিষেধাজ্ঞা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, বরিসের এই বিয়ে নিয়ে কোনো খবরই ছিল না তাঁর প্রশাসনিক কর্মকর্তাদের কাছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বাদক দলকে বের হতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই ১০ ডাউনিং স্ট্রিটে বরিস জনসনের সঙ্গে লিভ ইন করতেন ক্যারি। গতবছরই সন্তান লাভ করেন ক্যারি। তবে শোনা গিয়েছিল তাঁরা ২০২২ সালের জুলাই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এর আগেও দু'বার বিয়ে করেছিলেন বরিস। ২০১৮ সালে তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়। যদিও তাঁর ক'জন সন্তান রয়েছে, তা নিয়ে কখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার