হোম > বিশ্ব > ইউরোপ

হামবুর্গে জার্মান নারীর ছুরিকাঘাতে আহত ১৮

আজকের পত্রিকা ডেস্ক­

হামবুর্গ রেলস্টেশনে এক নারীর ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। ছবি: এএফপি

জার্মানির হামবুর্গ শহরে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। হামবুর্গে জার্মানির সবচেয়ে বড় রেল স্টেশন সেন্ট্রাল স্টেশনে এই হামলা ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক জার্মান নারীকে আটক করেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—জার্মান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। হামবুর্গ পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, ওই নারী একাই শহরের সেন্ট্রাল স্টেশনে এই হামলা চালিয়েছেন। ব্যাপক পুলিশি অভিযানের পর তাঁকে আটক করা হয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন এবং আজ শনিবার তাঁকে আদালতে হাজির করা হবে।

হামবুর্গের ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় ছয়জন ‘গুরুতর আহত’ এবং সাতজন ‘সামান্য আহত’ হয়েছেন। ঘটনাস্থলে বহু জরুরি পরিষেবা কর্মী কাজ করেছেন। এর আগে, পুলিশ জানিয়েছিল, হামলায় বেশ কয়েকজনের ‘প্রাণঘাতী আঘাত’ লেগেছে।

ঘটনার তদন্ত চলমান। পুলিশ সিএনএন-কে জানিয়েছে, কর্মকর্তারা এখন পর্যন্ত এই হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন না। তবে তারা খতিয়ে দেখছেন, সন্দেহভাজন ওই নারী ‘মানসিক চাপে’ ছিলেন কিনা। হামলার পর শুক্রবার রাতেই হামবুর্গ পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারী ‘দৃশ্যত নির্বিচারে পথচারীদের ওপর ছুরি চালিয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত করেছে।’

সিএনএন-এর জার্মান সহযোগী আরটিএল জার্মানি-এর ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ফরেনসিক স্যুটে থাকা লোকজন এলাকা পরীক্ষা করছেন এবং পুলিশ রেল স্টেশনে জড়ো হচ্ছেন। হামলার পর জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎস শহরের জরুরি কর্মীদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ দিয়েছেন। ডোব্রিন্ট বলেন, ‘যাত্রীরা যখন বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত উপায়ে আক্রান্ত হন, তখন তা মর্মান্তিক।’

হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। শহরের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিদিন এখানে ৫ লাখ ৫০ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে এবং এখনো বাড়ছে। ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনের আগে কিছু ঘটনা অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়িয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে জার্মানির আসাফেনবুর্গ শহরে ছুরিকাঘাতে দুজন নিহত হওয়ার পর আফগানিস্তানের ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নিহতদের মধ্যে এক শিশুও ছিল। গত বছর, পশ্চিম জার্মানির সোলিংগেন শহরে এক উৎসবে ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার কথা স্বীকার করে এক ব্যক্তি আত্মসমর্পণ করেন।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো