রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। এই যুদ্ধের মধ্যেই ধরা পরা একজন রুশ সেনাকে খাবার খাওয়াচ্ছেন ইউক্রেনীয় জনগণ। শুধু তাই নয় ওই সেনাকে তার মায়ের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছেন ইউক্রেনীয়রা। এরই মধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের হৃদয় কেড়ে নিয়েছে। এমন কর্মকাণ্ডে ইউক্রেনীয় জনগণকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
ভিডিওটি পোস্ট করে মার্কিন সংবাদমাধ্যম বাজফিডের সাংবাদিক ক্রিস্টোফার মিলার টুইটারে বলেন, টেলিগ্রামে ভিডিওটি ছড়িয়েছে। ইউক্রেনীয়রা একজন বন্দী রুশ সৈন্যকে খাবার ও চা দিয়েছেন ইউক্রেনীয়রা। ওই সেনা তাঁর মাকে ফোন করে জানাল সে ঠিক আছে। সে কান্নায় ভেঙে পড়েছে। এখানে দেখানো সমবেদনাকে পুতিনের বর্বরতার সঙ্গে তুলনা করুন
ভিডিওটি এরই মধ্যে ১৩ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে লাইক পড়েছে ২৭ হাজার। সেখানে অনেকেই মন্তব্যও করেছে।
একজন নেটিজেন লিখেছেন, সমবেদনা, উষ্ণ চা এবং ঘরে তৈরি কেক রাশিয়ার হাইকমান্ডের ঠান্ডা হৃদয় গলানোর উপায়। আরেকজন লিখেছেন, দয়ালু। তবে ক্যামেরাতে যুদ্ধবন্দিকে দেখানো অনুচিত।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ইউএস সানের এই ভিডিওটির একটি অনুবাদ প্রকাশ করেছে। সেখানে ক্যামেরার পেছন থেকে একজন লোককে বলতে শোনা যায়, এটা সেনাদের দোষ নয়। তারা পুরোনো মানচিত্র ব্যবহার করছে। ফলে তারা হারিয়ে গেছে।
ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল। রাশিয়া ও ইউক্রেনের সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। ইউক্রেনের বেশির ভাগ মানুষই রুশ ভাষায় কথা বলে।